ভারতের বিজেপি রাজনীতিবিদ কর্তৃক মহানবী হযরত মুহম্মদ (সঃ) কে কটূক্তির প্রতিবাদে ইসলামী খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আজ দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত ইসলামী খেলাফত মজলিস বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেন এর সভাপতিত্বে ভারতের বিজেপির নেতা কর্তৃক হযরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড় থেকে প্রেসক্লাব পযর্ন্ত এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নাসির হোসেন, ইসলামী যুব কল্যান পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা সামচুল আলম, মুফতি যোবায়ের কাশেমি সহ বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও ধর্মপ্রান সাধারণ মুসুল্লিগন।
বক্তারা ভারতের মোদি সরকারের কঠোর সমালোচনা করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিন্দা প্রস্তাব উত্থাপনের দাবি করেন। খেলাফত মজলিশ এর মহাসচিব মাওলানা মামুনুল হক এর মুক্তির দাবি জানান এবং তারা বিজেপি নেতা নুপুর শর্মার ফাসির দাবি করে সকল ধর্মপ্রাণ মুসলমানদের ভারতীয় পন্য সামগ্রী বর্জন করার আহবান জানান। এর আগে বিক্ষোভ সমাবেশ এ অংশ নেবার জন্য বিভিন্ন স্থান থেকে মিছিল সভাস্থলে আসে।
(আহৃত)