ফরিদপুর জেলা প্রতিনিধি ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন জিন্দাল কর্তৃক কটুক্তির প্রতিবাদে ফরিদপুর জেলা স্কুলের শিক্ষার্থীদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ আজ বেলা ১২ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় ।
এতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা স্কুলের ছাত্র মাহিনুর রহমান , ফরহান সাদিক, তানজিম টূসি, তাহসান ইসলাম, সাব্বির হোসেন নাহি, তাসিন চৌধুরী, রাফসান সালেহীন, আলভী ইসলাম রাজু, রাফিন মন্ডল,
সভায় বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং অবিলম্বে এই ঘটনার জন্য ভারত সরকারকে বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে বলেন।
এছাড়া বিজেপি নেত্রী নুপুর শর্মা ও নবীন জিন্দাল এর ফাঁসি দাবি করেন।