ফরিদপুরের চরভদ্রাসনের ঝাওকান্দা ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল নামে এক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে। বর্তমানে সে দোহার উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আবুল ওই এলাকার আজিমের ছেলে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোরে ঝাওকান্দা ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের ১০ থেকে ১২ জনের একটি দল আবুলকে দেখে ডাকাত বলে চিৎকার দেয়। এ সময় আবুল দৌড়ানোর চেষ্টা করলে তারা আবুলের ওপর হামলা করে। এ সময় আবুলের শরীরের বিভিন্ন অংশে জখম হয়। পরে তাকে তার স্বজনরা দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।
দোহার থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না। অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।
(আহৃত)