ফরিদপুর জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল পৌনে এগারোটার ফরিদপুর শহরের সদর হাসপাতালের সামনে থেকে প্রেসক্লাব পর্যন্ত ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে সংগঠনের সাবেক আহ্বায়ক জনাব হাসানুর রহমান মৃধা এর সভাপতিত্বে বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ- সভাপতি জনাব এ্যাড. হাবিবুর রহমান হাফিজ,ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব নাইমুর রহমান টিপু,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জনাব মোজাম্মেল হক মিঠু প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান। তারা অচিরেই বিএনপি সভানেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার ব্যাবস্থা না করলে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই স্বৈরাচারী জালেম সরকারের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে জানান।