অবিশ্বাস্য ফর্মে রয়েছেন জো রুট। দলের বাজে পারফরম্যান্সের কারণে অধিনায়কত্ব হারানো রুট ফর্মের তুঙ্গে রয়েছেন।
২০২১ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ইংলিশ এ তারকা ব্যাটসম্যান। আর এই ১০টি সেঞ্চুরি মধ্যে দুটি আবার ডাবলে পরিনত করেছেন তিনি।
রুটের ব্যাটে ভর করেই লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয়ে শঙ্কিত ইংল্যান্ড দাপুটে জয় পায়।
লর্ডসে ১১৫ রানের হার না মানা ইনিংস খেলা রুট, নটিংহ্যামেও অনবদ্য ব্যাটিং করে যাচ্ছেন।
নিউজিল্যান্ডের করা ৫৫৩ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে এরিপোর্ট লেখা পর্যন্ত তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৪৬৮ রান।
১৫৮ রানে ব্যাট করছেন জো রুট। ২৪ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন উইকেটকিপার ব্যাটসম্যান বেন ফোকস।
আহৃত