নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাত এক যুবক খুন হয়েছেন। সোমবার রাত দেড়টায় ফতুল্লার তক্কারমাঠ শেহাচর এলাকায় অবস্থিত ইস্ট কোস্ট নিটওয়্যার গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ওই গার্মেন্টসের সিকিউরিটি গার্ড ফয়জুল হক জানান, রাত ১১টায় আমাদের গার্মেন্টস ছুটি হয়েছে। এর পর থেকে কারখানার সামনের সড়ক একেবারেই নীরব হয়ে যায়। কারখানার সামনে দোকানপাটও বন্ধ হয়ে যায়। আমরা এ সময় কেউ বাইরে বের হই না।
রাত দেড়টার সময় কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে গেটের ফুটো দিয়ে বাইরে তাকিয়ে দেখি একটা ছেলে সড়কে লাফাচ্ছে। কিছুক্ষণ লাফিয়ে সড়কে পড়ে নিথর হয়ে যায়। তখন তার আশপাশে কাউকে দেখিনি। এর পর তাৎক্ষণিক মালিকপক্ষকে ফোন করে বিষয়টি জানিয়েছি।
পুলিশের একটি সূত্র জানায়, ছেলেটির গলার নিচে কাঁধের ওপর একটি ও পেছন দিকে কোমরের ওপর আরেকটি ছুরিকাঘাত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ছেলেটি ব্যাটারিচালিত ইজিবাইকচালক ছিল। যাত্রীবেশে দুর্বৃত্তরা পেছন থেকে ছুরিকাঘাত করে ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে।
ফতুল্লা মডেল থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম-পরিচয় ও পেশা জানা যায়নি। চেষ্টা চলছে রহস্য উদ্ঘাটনের।
আহৃত