আমার নাম মোহাম্মদ মুকুল হাছান, আমার দেশের বাড়ি ফরিদপুর, আমি একজন প্রবাসী , ১৮/৪/২০২২ ইং রাত ২টার ফ্লাইটে দুবাই থেকে এই ব্যাক্তি নাম মোহাম্মদ কাইয়্যুম উদ্দিন, বাবার নাম :- মোহাম্মদ বদিউল আলম, মাতা :- কুলসুম খাতুন, বাংলাদেশে ঢাকায় সকাল ৮ টার দিকে পৌঁছায়, তার কাছে দেয়া আমার বোনের বিবাহ উপলক্ষে বৈধ ২০ লক্ষ টাকার গোল্ড সহ বাসায় আরও প্রয়োজনীয় মালামাল নিয়ে এয়ারপোর্ট থেকে মালামাল না দিয়ে পালিয়ে যায়
এখন ঐ লোকের সমস্ত মোবাইল নাম্বার ও তার বোনের মোবাইল নাম্বার সহ সব বন্ধ করে দিয়েছে I কোন এক সূত্রে খোঁজ পাওয়া গেছে চট্টগ্রাম কালুর ঘাট কোন এক বাসায় অস্থায়ী ভাবে বাসা ভাড়া নিয়ে আছে !! যদি কোন হৃদয়বান ব্যাক্তি তার ঠিকানা খুঁজে দিতে পারেন তাকে এক লক্ষ টাকা (১০০০০০) টাকা নগদ পুরুস্কার দেয়া হবে I তার বন্ধ করে রাখা বড় ভাই এর নাম্বার – 01860850951 তার বোনের নাম্বার – 01880002908 যোগাযোগ করার নাম্বার – নাম : আব্দুল আওয়াল মোবাইল নাম্বার: 01721-097027 অথবা এই পেজে টেক্সট ম্যাসেজ করতে পারেন !! আপনাদের সবার সহযোগিতা কামনা করছি !
ধন্যবাদ !