উইকেটের পেছনে কিপিংয়ে পারদর্শী হতে হলে বেশ কিছু গুণাগুণ থাকা প্রয়োজন। তেমনই কিছু বেসিক গুণের কথাই বললেন ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ।
মহেন্দ্র সিং ধোনির অবর্তমানে ভারতীয় দলের কিপিংয়ের গুরুদায়িত্ব পালন করে যাচ্ছেন পন্থ।
তিনি বলেন, সব সময় তৎপর থাকার গুণটা থাকতে হবে। বিভিন্ন কন্ডিশনে উইকেটকিপিং করতে হয়, তৎপর থাকলে সেটি কাজে লাগে। আরেকটি বিষয়, বলটা শেষ পর্যন্ত দেখতে হয়।
এসজি টিভির পডকাস্টে পন্ত বলেন, অনেক সময় হয় কী, উইকেটকিপাররা নির্ভার হয়ে পড়েন, কারণ, বল আসছে এবং কোন দিক দিয়ে আসছে, সেটা তাদের জানা থাকে। তাই ধরার আগপর্যন্ত বলটা দেখা উচিত।
কিপারের তৃতীয় বেসিকগুণ নিয়ে ভারতের এই উইকেটকিপার ব্যাটসম্যান বলেন, তৃতীয়টি হলো, নিয়ম মেনে চলতে হবে এবং নিজের টেকনিক নিয়ে কাজ করতে হবে। সবার টেকনিক এক নয়, একেকজনের একেকরকম। কিন্তু মৌলিক কাজটা ঠিকমতো করতে পারলে তা সাহায্য করবে।
(আহৃত)