দীর্ঘ ৪৭ বছর মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ফরিদপুরের সিনিয়র সাংবাদিক এস.এম. তমিজউদ্দিন তাজ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ চৌধুরী গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকাস্থ বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এস.এম তমিজউদ্দিন তাজের হাতে ক্রেস্ট, ১ লাখ টাকা ও সন্মাননা সনদ তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম এবং বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ এর জুরি বোর্ড প্রধান ড. মো. গোলাম রহমান। এর আগে আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। অনুসন্ধানী সাংবাদিকতার জন্য দেশের ১১জন এবং ৬৪ জেলা থেকে ৬৪ জন গুণী সাংবাদিককে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এ মিডিয়া অ্রাওয়ার্ড প্রদান করা হয়। পুরুস্কার প্রাপ্তির পরে এস.এম. তমিজউদদীন তাজ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এটা একটা বিরল অনুভূতি। কারণ ৪৭ বছর ধরে সাংবাদিকতা পেশায় আছি। দু-একটি ছোটখাট সন্মাননা পেলেও এবারই বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ডের মত বড় প্লাটফর্মে পুরুস্কার পেয়ে আমি সত্যিই ভাষাহীন। আমি গর্ব করে বলতে পারবো ৪৭ বছরের সাংবাদিকতা জীবনে আমি বসুন্ধরা অ্যাওয়ার্ডের মত একটি অ্যাওয়ার্ড পেয়েছি। মফস্বল সাংবাদিকদের এভাবে মূল্যায়ন করার জন্য
আমি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ সংশ্লিষ্ট সবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
তিনি বলেন, আজ ৪৭ বছরের অবহেলিত জীবনে আমার মনে হচ্ছে সব পরিশ্রমই বৃথা যায়নি। আমি মূল্যায়ন পেয়েছি। এজন্য আমি খুব খুশী। সাংবাদিক এস.এম. তমিজউদ্দিন তাজ বর্তমানে ফরিদপুর থেকে প্রকাশিত সপ্তাহিক গণমন পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৫৪ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা মৃত এস.এম. আব্দুস সালাম ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে চাকুরী করতেন। প্রবীণ এই সাংবাদিক ১৯৭২ সালে ফরিদপুর উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন পাশ করেন এবং ১৯৭৫ সালে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা-ইন-কমার্স সম্পর্ণ করেন। এস.এম. তমিজউদদীন তাজ ১৯৭৬ সালে যশোর থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশ হিতৈষী পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা জীবন শুরু করেন। এরপর দীর্ঘ ৪৭ বছর ধরে তিনি সাংবাদিকতা পেশার সাথে যুক্ত আছেন। পেশাগত জীবনে তিনি দৈনিক দেশ জনতা, দৈনিক দেশ বাংলা, দৈনিক মিল্লাত, দৈনিক দিনকাল ও দৈনিক দেশসহ অসংখ্য পত্র-পত্রিকায় সাংবাদিকতা করেছেন। তিনি ফরিদপুর প্রেসক্লাবের ৮ বারের নির্বাচিত সাধারণ সম্পাদক এবং ফরিদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য। সুদীর্ঘকাল থেকে জেলায় সাংবাদিকতা করাসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করে চলেছেন তিনি। তার হাত ধরে ফরিদপুর জেলায় নতুন নতুন সাংবাদিক তৈরি, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ অধিকার আদায়ের ক্ষেত্রে ব্যাপক কর্মযজ্ঞ সম্পন্ন হয়েছে। ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নাগরিক বার্তা পত্রিকার সম্পাদক কবিরুল ইসলাম সিদ্দিকী সিনিয়র সাংবাদিক এস.এম. তমিজউদ্দিন তাজের এই বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন।
(আহৃত)