প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, সারাদেশে কর্মরত সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করা হবে। এর মাধ্যমে দেশের সাংবাদিকদের একটি প্রকৃত চিত্র উঠে আসবে। সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করতে হলে প্রেস কাউন্সিলে যাওয়ার বিধান রাখা হবে।
রোববার (২৯ মে) ফরিদপুর সার্কিট হাউজ মিলনায়তনে ‘সাংবাদিকতার নীতিমালা ও নৈতিকতা, প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন’ শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
কর্মশালায় কাউন্সিলের সদস্য প্রবীণ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলেন, অশিক্ষিত ব্যক্তি দিয়ে সুস্থ, নীতি সম্ভব নয়। আলু-পটলের ব্যবসায়ীরা যদি সংবাদপত্রের মালিক হন তাহলে সাংবাদিকতার মান থাকবে না। একমাত্র রক্ষাকবচ হলো সত্যকে আঁকড়ে ধরা। নীতি-নৈতিকতাকে মেনে নিয়ে সাংবাদিকতাকে চালিয়ে যেতে হবে। অপরাধ চক্রের সঙ্গে যারা জড়িত তারা সব সময় চাইবে সাংবাদিকেরা যেন কখন স্বাধীনভাবে কাজ করতে না পারে।
জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে কর্মশালায় প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ্ আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(আহৃত)