বৃষ্টির দরুন ঢাকা টেস্টের তৃতীয়দিন খেলা হয়েছে দুই সেশনেরও কম। একটা বড় সময় বৃষ্টিতে ভেসে যাওয়ার ফল নিয়ে সংশয় তৈরি হয়েছে।
তবে আজ চতুর্থ দিনে দ্রুত লিড নেওয়ার প্রত্যয় জানিয়েছিলেন শ্রীলংকার সহকারী কোচ নাভিদ নেওয়াজ।
কারণ হাতে আছে ৫ উইকেট।
আর সেই আশা দারুণভাবে পূরণ করে দিলেন চট্টগ্রাম টেস্টের সেঞ্চুরিয়ান অ্যাঞ্জেলো ম্যাথিউস ও তার সঙ্গী অভিজ্ঞ তারকা দিনেশ চান্দিমাল।
দুই অভিজ্ঞ ব্যাটারের ব্যাটে ভর করে মিরপুর মাঠে চতুর্থ দিনের দারুণ শুরু করল শ্রীলংকা। সাকিব-তাইজুলদের হতাশ করে ছেড়ে এ দুই ব্যাটার।
এ প্রতিবেদন লেখার সময় কোনো উইকেট না হারিয়ে ৩৬৯ রান জমা করেছে সফরকারীরা। অর্থাৎ ৪ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজ বিরতিতে গেছে শ্রীলংকা।
গতকাল ৫ উইকেটে ২৮২ রানের পর এখন পর্যন্ত সংগ্রহ ৩৬৯। অর্থাৎ আজ ৮৭ রানের জুটি গড়েছেন ম্যাথিউস-চান্দিমাল।
২৪৬ বলে ৯৩ রানে অপরাজিত ম্যাথিউস, অন্যদিকে ১৩৪ বলে ৬১ রানে ব্যাট করছেন চান্দিমাল।
(আহৃত)