ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলাধীন ধূলদী বাজার পাওয়ার প্লান্টসংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান অসতর্কতাবশত কোনো গাড়ির পেছনে ধাক্কা লেগে সামনের কেবিন দুমড়ে মুচড়ে যায়। এ সময় কেবিনে থাকা বিমানবাহিনীর সদস্য সার্জেন্ট মো. আবুল বাসার ঘটনাস্থলেই নিহত হন।
নিহত সার্জেন্ট আবুল বাসারের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাকরা গ্রামে।
এ ব্যাপারে করিমপুর হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস বলেন, ঢাকা থেকে আগত কাভার্ডভ্যানটি হয়তো বড় কোনো ট্রাক বা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। ফলে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় আবুল বাসার নিহত হন। কাভার্ডভ্যানের চালককে খুঁজে পাওয়া যায়নি।
তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। কাভার্ডভ্যানটি করিমপুর হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।
(আহৃত)