ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটে দ্বিতীয় দিনেও আশা জেগেছিল। তবে ৯৩ তম ওভারে হঠাৎ ছন্দপতন।
লিটন আউট হয়েছেন ১৪১ রানে এবং পরের বলেই আউট হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
৯২.৪ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৯৬ রানে ব্যাট করছে বাংলাদেশ। মুশফিক ব্যাট করছে ১২৬ রানে। সঙ্গে আছেন তাইজুল।
এর আগে প্রথমদিন ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে মুমিনুল হকের দল। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর চাওয়া, মঙ্গলবার প্রথম ঘন্টার কঠিন চ্যালেঞ্জ কাটিয়ে দলকে ভালো শুরু আনুক মুশফিক-লিটন।
(আহৃত)