ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলের আজভস্টাল কারাখানায় অবরুদ্ধ হয়ে পড়া আরও ৫০০ শতাধিকের বেশি যোদ্ধা শুক্রবার আত্মসমর্পণ করেছেন।
এছাড়াও গত সোমবার থেকে এ পর্যন্ত দুই হাজার ৪৩৯ ইউক্রেনীয় যোদ্ধা রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন।
শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ নভোস্তির বরাত দিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত সোমবার থেকে এ পর্যন্ত দুই হাজার ৪৩৯ জন ইউক্রেনীয় যোদ্ধা রুশ বাহিনীর নিকট অস্ত্র সমর্পণ করেছেন। এর মধ্যে শুক্রবার পাঁচ শতাধিকেরও বেশি যোদ্ধা আত্মসমর্পণ করে।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে ধ্বংসযোগ্য চালানোর জন্য রাশিয়াকে অবশ্যই মূল্য দিতে হবে। তিনি বলেন, তার দেশে রুশ বাহিনী আগ্রাসন চালিয়ে যে ক্ষতি করেছে তার আর্থিক মূল্য দিতে হবে।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ৮৬ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু মানুষের হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির সংঘাত ক্রমশ বেড়েছে। এই সংঘাতে ইউক্রেন থেকে প্রায় ৬০ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন।
(আহৃত)