1. admin@banglarakash.com : admin :
October 13, 2025, 9:16 pm

মাকে ঘিরে শিরীন শিলার অন্যরকম স্বপ্ন

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : Saturday, May 14, 2022,
  • 120 Time View
Spread the love

চিত্রনায়িকা শিরীন শিলা বাংলাদেশের সিনেমা অঙ্গনে আজ যে অবস্থানে এসেছেন তার পুরোটা কৃতিত্বই মা রাজিয়া খাতুনের। আর এ কথা অনায়াসে স্বীকার করেন শিরীন শিলা। হয়তো অনেকের সঙ্গেই নানান কারণে মতের অমিল হয়, নানান বিষয়ে ঝগড়া হয়। মন খারাপ হয়, দূরত্ব বাড়ে সম্পর্কে। কিন্তু মায়ের সঙ্গে অভিমান বা ঝগড়া হলেও দূরত্ব বাড়ে না। বরং শিরীন শিলার ভাষ্যমতে মায়ের প্রতি আদর ভালোবাসা, শ্রদ্ধা তখন আরো বেড়ে যায়।

শিক্ষাজীবনে শিরীন শিলা অনার্সে, মাস্টার্সে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন শুধুমাত্র মায়ের কারণেই। মা সব সময় অনুপ্রেরণা দিতেন, সাহস দিতেন। আর এ কারণেই শিলা শিক্ষা জীবনেও মেধার স্বাক্ষর রেখেছেন। বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরেছেন শিরীন শিলা।

নিজের পেশাগত জীবনের ব্যস্ততা, ব্যক্তি জীবনের ভালোলাগা মন্দলাগা, সবকিছুর পরও মায়ের জন্য শিলার আলাদা সময় থাকে। মাকে সুখী করা, মায়ের স্বপ্নপূরণ করাতেই ব্যস্ত তিনি। গত মা দিবস উপলক্ষে শিরীন শিলা প্রথমবার মাকে নিয়ে ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন। তখন মাকে ঘিরে তার স্বপ্নগুলোর কথা বলছিলেন।

শিরীন শিলা বলেন, আম্মুর কারণেই আমি আজকের শিরীন শিলা। আম্মু আমার জন্য অনেক অনেক কষ্ট করেছেন, নিজের দিকেও কখনো মনোযোগ দিতে পারেননি। আব্বু মারা যাবার পর যেন আরো কষ্টের মধ্যে পড়তে হয়েছিল। কিন্তু আমি সাহস নিয়ে সংসারের হাল ধরেছি। আম্মুকে আমি কিছুই দিতে পারিনি। তাই আম্মুকে নিয়ে আমার একটিই স্বপ্ন, তার নামে যেন আমি একটি এতিমখানা প্রতিষ্ঠা করতে পারি। এজন্য আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দানক করেন, আমাকে সেই সামর্থ্য দেন। আমার বিশ্বাস আম্মুকে ঘিরে আমার সেই স্বপ্ন ইনশাআল্লাহ একদিন পূরণ হবে এবং আম্মুই সেই এতিমখানা উদ্বোধন করবেন। সবাই আমার জন্য, আমার আম্মুর জন্য, পরিবারের সবার জন্য দোয়া করবেন।

এদিকে শিরীন শিলা অভিনীত মেহেদী হাসান পরিচালিত ‘নদীর জলে শাপলা ভাসে’, চন্দন চৌধুরী পরিচালিত ‘২৪-৩’ এর রাত’, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙ্গা সংসার’ ও সাখাওয়াত হোসেন পরিচালিত ‘বীরাঙ্গনা ৭১’ সিনেমাগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়।

(আহৃত)


Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT