ফরিদপুর জেলা আওয়ামী লীগের নতুন কমিটির দুই শীর্ষ পদে ক্লিন ইমেজের ব্যক্তিদের নির্বাচিত করায় দলের ত্যাগী নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।
ছয় বছর পর বৃহস্পতিবার ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত সম্মেলনে আগামী তিন বছরের জন্য সভাপতি পদে শামীম হক এবং সাধারণ সম্পাদক পদে ইশতিয়াক আরিফকে নির্বাচিত করা হয়। এর আগে পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
আগামী ১৫ দিনের মধ্যে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে কমিটির অন্য সব পদের ব্যক্তিদের নাম কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্র অনুমোদন দিলে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
সম্মেলনে ঢাকার বাসভবন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দুর্নীতিবাজদের দলে ঠাঁই হবে না। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের চিহ্নিত করতে হবে। তাদের কোনো পর্যায়ের নেতৃত্বে রাখা যাবে না।
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী কাদেরের এমন ঘোষণার পর স্থানীয় নেতারা বলছেন, নতুন কমিটিতে দুর্নীতি ও বিতর্কিত কাজের সঙ্গে যুক্ত কেউ ঠাঁই পাবে না।