ঢাকার নিউ মার্কেট ব্যবসায়ী হত্যা ও বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আজ সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপি’র আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নবগঠিত বিএনপির মহানগর কমিটির সদস্য সচিব এডভোকেট মোদাররেস আলী ইসা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন শিথিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোহাম্মদ মিরাজ। সভায় বক্তারা এই ঘটনার জন্য বর্তমান সরকারের সংগঠন ছাত্রলীগকে দায়ী করে বলেন তাদের নেতাকর্মীরাই এই ঘটনা ঘটিয়েছে অথচ এর দোষ দেয়া হচ্ছে বিএনপি নেতাকর্মীদের উপর। তাদের করা হচ্ছে গ্রেফতার অত্যাচার ও মামলা। বক্তারা বলেন বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই দল পরিচালিত হবে এখানে কারো কথা বলার সুযোগ নেই। বক্তারা অভিযোগ করে বলেন রাতের আধারে ক্ষমতা গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশ চালাচ্ছেন এভাবে বেশিদিন চলতে দেয়া হবে না। পবিত্র ঈদের পরেই কঠোর গণআন্দোলন গড়ে তুলে এই সরকারের পতন ঘটানো হবে। এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সহকারে নেতাকর্মীরা সভাস্থলে যোগ দেন।