ফরিদপুর জেলা বিএনপি দোয়া ও ইফতার মাহফিল আজ সোমবার শহরের মইজুদ্দিন হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গীর সভাপতিত্বে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর মহিলা দলের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ। অন্যান্যের বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদারররেস আলী ইছা, সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ সহ স্থানীয় নেতৃবৃন্দ ৷
সভায় বক্তারা সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের রুহের মাগফিরাত কামনা করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চান। তারা নবনির্বাচিত ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং আগামীতে নূতন কমিটির মাধ্যমে বতর্মান সরকারের পতন ঘটিয়ে গনতান্ত্রিক সরকার গঠনের আশাবাদ ব্যাক্ত করেন।