ফরিদপুরের ভাঙ্গায় বাবা-মায়ের সাথে ঈদের মার্কেট করতে না পেরে মিতা সুবর্না (১৪) নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার রাতে নিহতের বাবা–মা মার্কেট করে বাড়ি ফিরে দেখেন সুবর্না ঘরের মধ্যে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে বড়পাল্লা গ্রামের সুরুজ খন্দকারের কন্যা এবং আব্দুল্লাবাদ হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল।
ভাঙ্গা থানার ওসি তদন্ত হানিফ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার বেলা ২টায় নিহত সুবর্না তার বাবা–মায়ের সাথে ঈদের মার্কেট করতে সদরপুরে যেতে বায়না ধরে। বাবা–মা সুবর্ণাকে নিতে না চাওয়ায় সে অভিমান করে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়।
সন্ধ্যার পরে আনুমানিক ৮টায় বাড়ি এসে তার বাবা–মা আড়ার সাথে মেয়েকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে রাত ১১টার সময়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এঘটনায় পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(আহৃত)