1. admin@banglarakash.com : admin :
October 13, 2025, 9:21 pm

এবার ‘আনন্দ মেলা’র উপস্থাপক সাজু ও নাদিয়া

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : Thursday, April 21, 2022,
  • 124 Time View
Spread the love

 

এবারও ঈদের রাতে দর্শককে বাড়তি আনন্দ দিতে বাংলাদেশ টেলিভিশন ‘ঈদ আনন্দ মেলা’ অনুষ্ঠানকে নানা রঙে সাজাচ্ছে। এই অনুষ্ঠানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে মঞ্চে উঠবেন নাটকের দুই শিল্পী সাজু খাদেম ও নাদিয়া আহমেদ। তাঁরা জানান, এবারের অনুষ্ঠানটির উপস্থাপনা একটু অন্য রকম করে সাজানো হয়েছে। বিগত পাঁচ দশকের সিনেমার গেটআপে দেখা যাবে তাঁদের। বুধবার থেকে বাংলাদেশ টেলিভিশনে শুটিং শুরু হয়েছে অনুষ্ঠানটির।

ছোটবেলা থেকে ঈদের অন্যতম আনন্দের জায়গা ছিল বাংলাদেশ টেলিভিশনের ‘ঈদ আনন্দ মেলা’। সেই আনন্দ মেলার মঞ্চে উপস্থাপনা করতে পেরে ভালো লাগছে বলে জানান সাজু খাদেম। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই দেখে আসছি বিটিভিতে ঈদের “আনন্দ মেলা” দেখার জন্য সবাই অপেক্ষা করতেন। এখনো করেন। এই অনুষ্ঠানে প্রয়াৎ মেয়র আনিসুল হকের উপস্থাপনা এখনো আমার চোখে ভাসে। তাঁর উপস্থাপনাই এখনো পর্যন্ত আমার কাছে সেরা মনে হয়। সেই মঞ্চে আমি উপস্থাপকের হাল ধরার সুযোগ পেয়েছি। এটি আমার জন্য আনন্দের, ভালো লাগার।’

এই অনুষ্ঠানে উপস্থাপনা করার কথা কোনো দিন ভেবেছিলেন কী? জানতে চাইলে সাজু বলেন, ‘ছোটবেলায় ভাবার প্রশ্নই আসেনি। তবে একটা সময় এসে নাটকের পাশাপাশি উপস্থাপনাটাও শুরু করি। মাঝেমধ্যে ভাবতাম বিটিভির ঈদ আনন্দ মেলায় উপস্থাপনার সুযোগ পেলে ভালো হতো। হয়তো একদিন ডাক আসবে। সেই ডাক এবার এসেছে। আনন্দ ও তৃপ্তি নিয়েই শুটিং করছি।’
অন্তত সাত থেকে আটবার ‘ঈদ আনন্দ মেলা’র মঞ্চে নাচেন নাদিয়া আহমেদ। এবার সরাসরি উপস্থাপনায়। নাদিয়া জানান, ছোটবেলায় ঈদের আনন্দ মানেই ছিল বিটিভির ঈদ ‘আনন্দ মেলা’। অন্য রকম ভালো লাগা কাজ করত এই অনুষ্ঠানটি ঘিরে। তিনি বলেন, ‘অনুষ্ঠানের পরের দিন আমরা সবাই আলোচনা করতাম, অনুষ্ঠানের কোন অংশটি বেশি ভালো লাগল, কার অংশটি ভালো লাগল—এসব নিয়ে। “আনন্দ মেলা” ঘিরে একটা নস্টালজিক ব্যাপার আছে আমাদের সবার জীবনে

প্রস্তাব পাওয়ার পর কেমন মনে হয়েছিল? জানতে চাইলে নাদিয়া বলেন, ‘আমাকে যখন বলা হলো, খুবই ভালো লাগছিল। তবে শঙ্কাও ছিল। যদিও আগে অন্যান্য অনুষ্ঠানে টুকটাক উপস্থাপনা করেছি। কিন্তু ঈদের এই অনুষ্ঠানটির দিকেই দর্শকের বেশি আগ্রহ থাকে। যখন দেখলাম সাজু ভাই আছেন, সুন্দর একটা টিম আছে, তখন একটু সাহস হলো। তারপরও একটা চ্যালেঞ্জ তো আছেই।’
জানা গেছে, বাংলা সিনেমার চারটি গান নিয়ে অনুষ্ঠানটিতে একটি পর্ব আছে। সেখানে চারটি জুটি পারফরম্যান্স করবে। ‘এক বিন্দু ভালোবাসা দাও’ গানটির সঙ্গে উপস্থাপনার পাশাপাশি সাজু খাদেম ও নাদিয়া নৃত্যও করবেন।
যৌথভাবে ‘আনন্দ মেলা’ অনুষ্ঠানটি প্রযোজনা করছেন মনিরুল হাসান ও গোলাম মোর্শেদ।

(আহৃত)


Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT