ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গন এ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাক বাহিনী কর্তৃক বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার আট সাধু স্মরণে আজ সকালে এক আলোচনা সভা, পুষ্পার্ঘ অর্পণ, ও পরবর্তীতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
শহীদ কর্নেল তাহের স্মৃতি মঞ্চের সভাপতি ও জাসদ বাংলাদেশের সভাপতি আশরাফ উদ্দিন তারার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি বীর মু
ক্তিযোদ্ধা ও সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ বাবুল,১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান সাজ্জাদুল হক সাজ্জাদ, শ্রীধাম শ্রীঅঙ্গন এর সাধারণ সম্পাদক শ্রীমৎ মৃগাঙ্কশেখর ব্রহ্মচারী, নারী মুক্তিযোদ্ধা মায়া রানী সাহা ও মনোয়ারা বেগম, বীর মুক্তিযোদ্ধা একেএম আবু ইউসুফ পাখি। অনুষ্ঠানে বক্তারা বলেন মহান মুক্তিযুদ্ধে শ্রীধাম শ্রীঅঙ্গন সাধুরা দেশের জন্য যে আত্মত্যাগ করেছেন তাহা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিনে সাধুদের আত্মত্যাগের কথা দেশের মানুষ মনে রাখবে। এই অনুষ্ঠানটি রাষ্ট্রীয়ভাবে এবং সরকারি ভাবে পালন করার জন্য তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে সাধুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনায় বিশেষ স্যালুট প্রদান করা হয়।
পরিশেষে তাদের আত্মার সদগতি কামনা করে বিশেষ প্রার্থনা ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীধাম শ্রীঅঙ্গন এর সাধু কিঙ্কর বন্ধু ব্রহ্মচারী, জাসদ ফরিদপুরের সাধারণ সম্পাদক ইয়াহিয়া মিলন, সঞ্জয় চৌধুরী, মোঃ বাদল শেখ, অটল চক্রবর্তী, দুর্জয় সেন, দিলীপ শিকদার গজেন্দ্রনাথ সাহা, কামরুজ্জামান সুমন, হাকিমুদ্দিন নয়ন, মামুন উদ্দিন হৃদয়, সুবল কুমার মজুমদার, ঊষা রানী মজুমদার, লিপা রানী মজুমদার, শহিদুল ইসলাম ঝরু প্রমূখ।