ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল তিনটায় ফরিদপুর শহরের একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কর্নেল ফারুক খান এমপি, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ সভাপতি শামীম হক, একে আজাদ, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, প্রবীণ নেতা বিপুল ঘোষ, ঝর্না হাসান, অমিতাব বোস প্রমুখ।
বর্ধিত সভা থেকে আগামী ১২ মে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়। এছাড়া সম্মেলনে সফল করতে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। বর্ধিত সভায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের কমিটির নেতৃবৃন্দ এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দও উপস্থিত ছিলেন।