নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ দুই বছর পর ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। শুক্রবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ১৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির আহবায়ক নির্বাচিত করা হয়েছে ফরিদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছাকে এবং সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে ফরিদপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একে এম কিবরিয়া স্বপনকে। আহবায়ক কমিটির যুগ্ম আহবায়কেরা হলেন,আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার ফজলুল হক টুলু, আতাউর রশিদ বাচ্চু, অ্যাডভোকেট আলী আশরাফ নাননু, দেলোয়ার হোসেন দিলা, গোলাম রব্বানী ভুইয়া রতন, আজম খান ও তানভীর চৌধুরী রুবেল। আহবায়ক কমিটির সদস্যরা হলেন-খন্দকার নাসিরুল ইসলাম, রশিদুল ইসলাম লিটন, শহীদ পারভেজ, মোস্তাক হোসেন বাবলু, জাফর হোসেন বিশ্বাস, অ্যাডভোকেট গুলজার হোসেন মৃধা, ইঞ্জিনিয়ার খায়রুল আলম ও অ্যাডভোকেট জসীম উদ্দিন মৃধা। দীর্ঘদিন পর ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা দেওয়ার জন্য বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানিয়েছে বিএনপির নেতা-কর্মীরা। এদিকে, একই সাথে ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে। মহানগর বিএনপির আহবায়ক হয়েছেন এএফএম কাইয়ুম জঙ্গী এবং সদস্য সচিব হয়েছেন গোলাম মোস্তফা মিরাজ। কমিটির যুগ্ম আহবায়ক হয়েছেন-এবি সিদ্দিকী মিতুল, মোঃ তৈয়ব আক্তার টুটুল, মিজানুর রহমান মিনান, ওবায়দুল কাদের, সরফরাজ করিম, শামসুল আরেফিন সাগর, মোঃ শামসুর রহমান কুটু, আরিফুজ্জামান অপু, নাসিরউদ্দিন মিলার, আলমগীর ভুইয়া, মোঃ এমদাদুল হক এমদাদ, মোস্তাক মাহমুদ পরাগ, কাইয়ুম মিয়া, কামরুল ইসলাম মিলটন ও রাজন খান।