শিরোনামঃ
শিক্ষা উপদেষ্টার ফরিদপুর সাহিত্য পরিষদের সাহিত্য ভবন উদ্বোধন ফরিদপুরের সুবর্ণা জুয়েলার্স এ চুরি সংঘঠিত ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন ফরিদপুরে হেফাজত ইসলাম এর  উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ‌ অনুষ্ঠিত ফরিদপুরের জানদী গ্রাম বাংলাদেশের ৬৮ হাজার গ্রামের একটি দৃষ্টান্ত ফরিদপুরে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় ছাত্র-জনতার সড়ক অবরোধ  হবিগঞ্জের  মামলায় ভাঙ্গা  থানার ওসি  শফিকুল ইসলাম গ্রেফতার! ফরিদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১ পদে বিজয়ী। ফরিদপুরে গৃহবধূ হত্যার দায়ে দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদে ফরিদপুরে কর্ম বিরতীর হুমকী। ফরিদপুরে বহুভাষিক উৎসব , নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ ‌ আয়োজিত লোকনাট্য সমারোহ অনুষ্ঠিত গোপালগঞ্জে মানব পাচার ‌ চক্রের ১ সদস্যকে খুলনা সদর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব ফরিদপুর ব্যাটারি চালিত রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের রেলি ‌ও সমাবেশ ‌অনুষ্ঠিত বাংলাদেশ কৃষি ব্যাংকের ফরিদপুর ও কুষ্টিয়া বিভাগের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জণে পর্যালোচনা সভা অনুষ্ঠিত আওয়ামীলীগ জনগনেরর সরকার না হয়ে জমিদারি সরকার হওয়ায়  হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে – ড. আসাদুজ্জামান রিপন কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয় ও গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল আসিফ ইকবাল  ফরিদপুরে খেজুরের গোডাউনে যৌথবাহিনীর অভিযান সোহাগের লেখা রোমান্টিক গানে এবার দ্বৈত কণ্ঠে মেজবাহ বাপ্পী ও প্রিয়াঙ্কা বিশ্বাস
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০২:৩২ অপরাহ্ন

বার্সেলোনার জন্য এ হার বড় লজ্জার

তথ্য সংগ্রহেঃ মোঃ ইকবাল হোসেন শুভ email:banglar.akash.sif@gmail.com
Update : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

Spread the love

বার্সেলোনা এখন কী করবে! এবারের চ্যাম্পিয়নস লিগে নেই, ইউরোপা লিগ থেকেও কাল বিদায় হয়ে গেল বার্সার। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে নিজেদের মাঠে ৩-২ গোলে হেরে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোল হেরে বিদায়। কাল বার্সার জন্য ছিল ভুলে যাওয়ার মতো এক রাত। এখন মৌসুমে শুধু লিগে যতটা সম্ভব, ওপরের দিকে থেকে শেষ করাই যা বার্সার প্রাপ্তি হতে পারে।

সে যা হবে দেখা যাবে। কিন্তু একে তো ইউরোপা লিগে খেলতে হওয়াই বার্সার মতো ক্লাবের জন্য বড় অস্বস্তির, সেখানেও কোয়ার্টার ফাইনালে এভাবে ছিটকে পড়ার এ লজ্জা বার্সা কী দিয়ে ঢাকবে!

জার্মান দলটি খেলেছে দুর্দান্ত। প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ার পর নিজেদের মাঠে বার্সেলোনা সমর্থকেরা হয়তো ইতিবাচক কিছুরই অপেক্ষায় ছিলেন। কিন্তু তাঁদের স্তব্ধ করে দিয়ে ফ্রাঙ্কফুর্ট যে খেলাটা খেলেছে, তার জন্য আলাদা করেই তাদের প্রশংসা প্রাপ্য। ৩-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে বার্সা একটু জেগে উঠে দুই গোল করলেও শেষ রক্ষা হয়নি। নিজেদের মাঠে হেরে বিদায় নিতে হলো বার্সাকে। অথচ, গত ১৫ ম্যাচে অপরাজিত ছিল বার্সেলোনা।

লিওনেল মেসিকে ছাড়া এবারই প্রথম মৌসুম বার্সেলোনার, তাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেই বিদায়ের পর ইউরোপা লিগে নেমে যেতে হলো দলটিকে। সেখানেও শেষ আটেই বিদায় তো হলোই, তাতে ঘরের মাঠে জিততে না পারার একটা অস্বস্তিও যোগ হলো। শেষ ষোলোর প্লে-অফে নাপোলি আর শেষ ষোলোতে গালাতাসারাইয়ের সঙ্গে ঘরের মাঠে ড্র করলেও দ্বিতীয় লেগে প্রতিপক্ষের মাঠে জিতে পরের রাউন্ডে উঠেছিল বার্সা। কোয়ার্টার ফাইনালে লেখা হলো উল্টো গল্প। প্রতিপক্ষের মাঠে ড্রয়ের পর নিজেদের মাঠে হেরেই গেল!

বার্সেলোনা ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর কাছে পুরো ব্যাপারটিই লজ্জার। তাঁর মতে, ভুলের মাশুল দিয়েছে বার্সেলোনা, ‘এ ম্যাচটা হারা বিরাট লজ্জার ব্যাপার। আমরা কিন্তু খুব খারাপ খেলিনি। কিন্তু ম্যাচে তিনটা ভুলের শাস্তি আমরা পেয়েছিল তিনটা বাজে গোল খেয়ে।’

নিজেদের মাঠে কাল অবশ্য ম্যাচটাকে ‘অ্যাওয়ে ম্যাচ’ বলেই মনে হতে পারে বার্সেলোনার। ফ্রাঙ্কফুর্টের জন্য হাজার পাঁচেক আসন বরাদ্দ থাকলেও ফ্রাঙ্কফুর্টের প্রায় ৩০ হাজার দর্শক মাঠে ঢুকেছেন বলে গুঞ্জন। আরাউহোও ন্যু ক্যাম্পে ফ্রাঙ্কফুর্টের এত সমর্থক দেখে অবাক হয়েছেন। তিনিও মনে করেন এটাও ছিল একধরনের বিপর্যয়, ‘আমি ন্যু ক্যাম্পে এত ফ্রাঙ্কফুর্ট সমর্থক দেখে অবাক হয়েছি। ক্লাব কর্তৃপক্ষ নিশ্চয়ই ব্যাপারটি তদন্ত করে দেখবে।’

ন্যু ক্যাম্পে খেলা শুরুর চতুর্থ মিনিটে ফিলিপ কস্তিচের পেনাল্টিতে এগিয়ে যাওয়া ফ্রাঙ্কফুর্ট ব্যবধান দ্বিগুণ করে ৩৬ মিনিটে। কলম্বিয়ান ফরোয়ার্ড রাফায়েল বোরে দুর্দান্ত এক গোল করে ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে এগিয়ে নেন। এই গোলেও সহায়তা ছিল কস্তিচের। তাঁর কাছ থেকে বল পেয়েই বক্সের বাইরে থেকে নেওয়া শটে গোল করেন বোরে। দ্বিতীয়ার্ধে ৩-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচটা পুরোপুরি বার্সেলোনার নাগালের বাইরে নিয়ে যায় ফ্রাঙ্কফুর্ট। এই গোলটাও করেন কস্তিচ।

এরপর ম্যাচে ফেরার চেষ্টা করেছিল বার্সেলোনা। ৮৪ মিনিটে বুসকেতসের গোল বাতিল হয়ে যায় অফ সাইডের কারণে। সেই বুসকেতসই যোগ করা সময়ে ব্যবধান কমান। খেলার একেবারে অন্তিম মুহূর্তে পেনাল্টি থেকে মেম্ফিস ডিপাই গোল করলেও দেরিটা একটু বেশিই হয়ে গিয়েছিল বার্সেলোনার জন্য।

 


Spread the love


এই বিভাগের আরো খবর

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০