শিরোনামঃ
মালযশিযা সন্ত্রাসবাদের ঘটনা তদন্তে সহযোগিতা করবে বাংলাদেশ চট্টগ্রামে ৪০০ হজযাত্রী নিয়ে রানওয়েতে আটকা ফ্লাইট গাজায় মধ্যরাত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১৮ ছাড়িয়েছে স্ত্রীর যৌতুকের মামলায় গ্রেপ্তার হয়েছে সেই চাকরিচ্যুত এসআই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলে এবং আশুলিয়ায় পোড়ানো ছয়টি লাশ শ্রীলঙ্কা-বাংলাদেশর ওয়ানডে লড়াই ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিলেন ইটালিয়ান জায়েন্ট ক্লাব ইন্টার মিলান ফ্যাসিবাদ পতনের সূচনাবিন্দু, জুলাই গণঅভ্যূথান 2026 সালের শুরুর দিকে নির্বাচন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে জানালেন ড. ইউনূস পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে মায়ের নিথর মরদেহ দেখেন এইচ এসসি পরীক্ষার্থী সেনা কর্মকর্তার ভূয়া পরিচয়ে বিয়ে, বাক্যালাপে ফেঁসে গেলেন যুবক সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন এর দুইদিনের রিমান্ড জারী সন্তান জন্মের পর হাসপাতালেই বসে পরীক্ষা দিলেন এইচএসসি শিক্ষার্থী মগবাজারে আবাসিক হোটেলে একটি পরিবারের রহস্যজনক মৃত্যু বিকেলে প্রকাশ হচ্ছে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল পিএসজির কাছে ৪-০ গোলে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিলেন লিওনেল মেসির দল ইন্টার মায়ামি গাজায় অপুষ্টিতে ভূগে অন্তত ৬৬ শিশুর মৃত্যু সাহাবিদের নিয়ে কটূক্তি করায় নারী আইনজীবী আটক দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা , নদীবন্দরে সতর্কতা জারী ফরিদপুরে অবৈধ খাদ্যদ্রব্যের কারখানায় যৌথ বাহিনীর অভিযান
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

বার্সেলোনার জন্য এ হার বড় লজ্জার

তথ্য সংগ্রহেঃ মোঃ ইকবাল হোসেন শুভ email:banglar.akash.sif@gmail.com
Update : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

Spread the love

বার্সেলোনা এখন কী করবে! এবারের চ্যাম্পিয়নস লিগে নেই, ইউরোপা লিগ থেকেও কাল বিদায় হয়ে গেল বার্সার। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে নিজেদের মাঠে ৩-২ গোলে হেরে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোল হেরে বিদায়। কাল বার্সার জন্য ছিল ভুলে যাওয়ার মতো এক রাত। এখন মৌসুমে শুধু লিগে যতটা সম্ভব, ওপরের দিকে থেকে শেষ করাই যা বার্সার প্রাপ্তি হতে পারে।

সে যা হবে দেখা যাবে। কিন্তু একে তো ইউরোপা লিগে খেলতে হওয়াই বার্সার মতো ক্লাবের জন্য বড় অস্বস্তির, সেখানেও কোয়ার্টার ফাইনালে এভাবে ছিটকে পড়ার এ লজ্জা বার্সা কী দিয়ে ঢাকবে!

জার্মান দলটি খেলেছে দুর্দান্ত। প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ার পর নিজেদের মাঠে বার্সেলোনা সমর্থকেরা হয়তো ইতিবাচক কিছুরই অপেক্ষায় ছিলেন। কিন্তু তাঁদের স্তব্ধ করে দিয়ে ফ্রাঙ্কফুর্ট যে খেলাটা খেলেছে, তার জন্য আলাদা করেই তাদের প্রশংসা প্রাপ্য। ৩-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে বার্সা একটু জেগে উঠে দুই গোল করলেও শেষ রক্ষা হয়নি। নিজেদের মাঠে হেরে বিদায় নিতে হলো বার্সাকে। অথচ, গত ১৫ ম্যাচে অপরাজিত ছিল বার্সেলোনা।

লিওনেল মেসিকে ছাড়া এবারই প্রথম মৌসুম বার্সেলোনার, তাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেই বিদায়ের পর ইউরোপা লিগে নেমে যেতে হলো দলটিকে। সেখানেও শেষ আটেই বিদায় তো হলোই, তাতে ঘরের মাঠে জিততে না পারার একটা অস্বস্তিও যোগ হলো। শেষ ষোলোর প্লে-অফে নাপোলি আর শেষ ষোলোতে গালাতাসারাইয়ের সঙ্গে ঘরের মাঠে ড্র করলেও দ্বিতীয় লেগে প্রতিপক্ষের মাঠে জিতে পরের রাউন্ডে উঠেছিল বার্সা। কোয়ার্টার ফাইনালে লেখা হলো উল্টো গল্প। প্রতিপক্ষের মাঠে ড্রয়ের পর নিজেদের মাঠে হেরেই গেল!

বার্সেলোনা ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর কাছে পুরো ব্যাপারটিই লজ্জার। তাঁর মতে, ভুলের মাশুল দিয়েছে বার্সেলোনা, ‘এ ম্যাচটা হারা বিরাট লজ্জার ব্যাপার। আমরা কিন্তু খুব খারাপ খেলিনি। কিন্তু ম্যাচে তিনটা ভুলের শাস্তি আমরা পেয়েছিল তিনটা বাজে গোল খেয়ে।’

নিজেদের মাঠে কাল অবশ্য ম্যাচটাকে ‘অ্যাওয়ে ম্যাচ’ বলেই মনে হতে পারে বার্সেলোনার। ফ্রাঙ্কফুর্টের জন্য হাজার পাঁচেক আসন বরাদ্দ থাকলেও ফ্রাঙ্কফুর্টের প্রায় ৩০ হাজার দর্শক মাঠে ঢুকেছেন বলে গুঞ্জন। আরাউহোও ন্যু ক্যাম্পে ফ্রাঙ্কফুর্টের এত সমর্থক দেখে অবাক হয়েছেন। তিনিও মনে করেন এটাও ছিল একধরনের বিপর্যয়, ‘আমি ন্যু ক্যাম্পে এত ফ্রাঙ্কফুর্ট সমর্থক দেখে অবাক হয়েছি। ক্লাব কর্তৃপক্ষ নিশ্চয়ই ব্যাপারটি তদন্ত করে দেখবে।’

ন্যু ক্যাম্পে খেলা শুরুর চতুর্থ মিনিটে ফিলিপ কস্তিচের পেনাল্টিতে এগিয়ে যাওয়া ফ্রাঙ্কফুর্ট ব্যবধান দ্বিগুণ করে ৩৬ মিনিটে। কলম্বিয়ান ফরোয়ার্ড রাফায়েল বোরে দুর্দান্ত এক গোল করে ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে এগিয়ে নেন। এই গোলেও সহায়তা ছিল কস্তিচের। তাঁর কাছ থেকে বল পেয়েই বক্সের বাইরে থেকে নেওয়া শটে গোল করেন বোরে। দ্বিতীয়ার্ধে ৩-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচটা পুরোপুরি বার্সেলোনার নাগালের বাইরে নিয়ে যায় ফ্রাঙ্কফুর্ট। এই গোলটাও করেন কস্তিচ।

এরপর ম্যাচে ফেরার চেষ্টা করেছিল বার্সেলোনা। ৮৪ মিনিটে বুসকেতসের গোল বাতিল হয়ে যায় অফ সাইডের কারণে। সেই বুসকেতসই যোগ করা সময়ে ব্যবধান কমান। খেলার একেবারে অন্তিম মুহূর্তে পেনাল্টি থেকে মেম্ফিস ডিপাই গোল করলেও দেরিটা একটু বেশিই হয়ে গিয়েছিল বার্সেলোনার জন্য।

 


Spread the love


এই বিভাগের আরো খবর

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০