গণেশ পূজার মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করলেন ফরিদপুরের স্বর্ণ পট্টির ব্যবসায়ীরা একই সাথে হালখাতার উৎসব ও করলেন তারা । মহামারী করোনার কারণে গত দুই বছর তারা হালখাতা উৎসব করতে পারেনি। তবে ব্যতিক্রম ঘটেছে এ বছরই। খোঁজে নিয়ে দেখা যায় শহরের নীলটুনি স্বর্ণ পট্টির বেশিরভাগ দোকানেই হালখাতা উপলক্ষে গনেশ পূজা করেছে। পূজা শেষে অঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয় গত দুই বছর মহামারী করোনার কারণে তারা এই উৎসব করতে পারেন নি। তবে করোনার প্রকোপ যাবার কারণে এবছর তারা স্বতঃস্ফূর্তভাবে উৎসবটি করতে পারছেন। ব্যবসায়ীরা আশা করছেন মহামারীর করোনার প্রকোপ কমে গেলে তাদের ব্যবসা অনেকটাই ভালো হবে। এবং কর্মসংস্থান সৃষ্টি হবে অনেক বেকার যুবকের।