তথ্য সংগ্রহেঃ মোঃ ইকবাল হোসেন শুভ email:banglar.akash.sif@gmail.com
Update :
শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
Share
Spread the love
আপনি এই মুহূর্তে যেখানে আছেন, সেখানেই সুখী হতে শিখুন। সেখানে যদি সুখ খুঁজে না পান, তাহলে বিশ্বের কোথাও পাবেন না। একটা নতুন সম্পর্ক, নতুন চাকরি, নতুন গাড়ি বা নতুন জায়গা—কোনো কিছুই আপনাকে সুখী করতে পারে না। গবেষণার মূল বিষয়টি হলো, আপনি যেখানে আছেন (বর্তমান), সেখানেই যদি সুখী না হন, তাহলে কোথাও গিয়ে আপনি সুখ খুঁজে পাবেন না। কেননা, যখন আপনি নতুন কোথাও পৌঁছাবেন, তখন সেটি বর্তমান হয়ে যাবে। আর তখন মনে হবে সুখটা সামনেই অন্য কোথাও (নিকট ভবিষ্যতে) আছে। এই দর্শনের মূল ব্যাপারটি হলো, বর্তমানে বাস করতে শেখা। কেননা, মানুষ প্রায়ই অতীত নিয়ে আক্ষেপ করে অথবা নস্টালজিয়ায় ভোগে। আর ভবিষ্যতের জন্য কাজ করে। এই দুইয়ের মধ্যে হারিয়ে যায় বর্তমান। এখানে বর্তমানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
আপনি যদি একা খুশি থাকেন, কেবল তখনই আপনাকে অন্যের সঙ্গ আরও সুখী করে তুলবে। আপনার যদি নিজের সঙ্গে স্বাস্থ্যকর সম্পর্ক না থাকে, তাহলে আপনি অন্যের সঙ্গেও একটা টেকসই, সুখী সম্পর্ক গড়তে পারবেন না। মনে রাখবেন, সম্পর্কের ক্ষেত্রে অন্যের ওপর নির্ভরতা কোনো সমাধান নয়।
জীবনে ঝুঁকি না নেওয়া খুবই ঝুঁকিপূর্ণ। আপনি যদি জীবনে সফল হতে চান, তাহলে আপনাকে ব্যর্থ হওয়ার ঝুঁকি নিতে হবে। যদি গ্রহণযোগ্যতা চান, তাহলে প্রত্যাখ্যানের ঝুঁকি নিতে হবে। ঝুঁকি না নিলে জীবনের অনেক স্বাদই নেওয়া হবে না। ঝুঁকিহীন জীবনকে ‘লবণহীন’ বা ‘স্বাদহীন ম্যাড়মেড়ে’ জীবনের সঙ্গে তুলনা করা হয়েছে।
যাঁরা বিজয়ী হন, তাঁদের ভেতর ‘আগে বাড়ো’ প্রবণতা লক্ষণীয়। এটা হতে পারে কোনো কিছু মাঝপথে ছেড়ে দেওয়া। কেননা, তাঁরা বোঝেন এটা ছেড়ে দিলে তাঁরা সেই সময় আর প্রচেষ্টা আরও সম্ভাবনাময় কিছুতে দিতে পারবে। তাতে আরও ভালো ফল আসবে। এটা যেমন কাজের ক্ষেত্রে সত্যি, সম্পর্কের ক্ষেত্রেও। ‘আগে বাড়ো’ মানে ‘ছেড়ে দেওয়া’ নয়; বরং নিজের যোগ্যতা অনুসারে লক্ষ্যের দিকে বা ভালো সময়ের দিকে ধাবিত হওয়া।
নিজে থেকে অন্যের জীবন ঠিক করতে ঝাঁপিয়ে পড়বেন না। এতে কেবল আপনাদের সম্পর্কে দূরত্ব বাড়বে। আগে বুঝে নিন, আপনি যাঁর জীবনের ‘ক্ষত’ সারিয়ে তোলার ব্যাপারে আগ্রহী আর আত্মবিশ্বাসী, তিনি আপনাকে তাঁর জীবনে সেভাবে আশা করছেন কি না। সত্যি এটাই যে তিনি না চাইলে কেউ আগ বাড়িয়ে কারও ক্ষত সারিয়ে তুলতে পারেন না।
সম্পাদক ও প্রকাশক- শেখ সাইফুল ইসলাম অহিদ। বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম । প্রধান অফিস - কলেজ রোড, ঝিলটুলী, ফরিদপুর। ঢাকা অফিস:৭৫/৭৬ বি এস ভবন,৪ তলা, রুম নং: ১০৮,নিউ এলিফেন্ট রোড,ঢাকা-১২০৫ । Mobile:01711009299, 01971009299 Email:-banglarakashnews24@gmail.com, shek769@gmail.com