নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরির’–এর সদস্য সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। ফরিদপুরের মধুখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এটিইউর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, গ্রেপ্তার ইয়ামিন খান ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন। ২০০৯ সাল থেকে তিনি হিযবুত তাহরিরের কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। গতকাল মধুখালী আড়পাড়া উচ্চবিদ্যালয়ের সামনে থেকে ইয়ামিনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ইহুদি রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সামরিক বাহিনীকে যৌথ নৌ মহড়ায় প্রেরণ করে ক্ষমতাসীন সরকার ইসলাম ও মুসলিম উম্মাহর সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে—অনলাইনে এমন উগ্রবাদী প্রচারণা চালাতেন ইয়ামিন।
এ ছাড়া গত ১৮ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘হিযবুত তাহরিরের মিডিয়া কার্যালয় উলাইয়া বাংলাদেশ’–এর সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের লাইভ ভিডিও নিজের ফেসবুক আইডি থেকে শেয়ার করেন ইয়ামিন। সংগঠনের গোপন গ্রুপের সব সদস্যকে লাইভটি শেয়ার করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।