1. admin@banglarakash.com : admin :
October 13, 2025, 9:22 pm

চাঁদরাতে অপু বিশ্বাসের সঙ্গে ডিনারের সুযোগ

তথ্য সংগ্রহেঃ মোঃ ইকবাল হোসেন শুভ email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : Tuesday, April 12, 2022,
  • 119 Time View
Spread the love

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সিনেমার পাশাপাশি স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি এর মধ্যে আবার শুভেচ্ছাদূত হলেন এই নায়িকা গতকার সোমবার রাজধানীর একটি রেস্তোরাঁয় ডায়মন্ড হাউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করেন তিনি সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডি এম ডি সৌমেন সাহা

চুক্তি শেষে ক্রেতাদের উদ্দেশে অপু বিশ্বাস বলেন, ‘ডায়মন্ড হাউজের পণ্য দেখার পর আমি তাদের ডিজাইনের ভক্ত হয়ে গেছি। তাদের কালেকশন আমার ভালো লেগেছে। আমি গতদুই মাস তাদের ডায়মন্ড ব্যবহার করেছি। দামও হাতের নাগালে। আমার ভক্ত ক্রেতাদের উদ্দেশে বলতে চাই যে, এই ঈদে যারা বেশি ডায়মন্ড কিনবেন তাদের মধ্যে তিনজন ভাগ্যবান চাঁদরাতে আমার সঙ্গে ডিনারের সুযোগ পাবেন

সময় অপু বিশ্বাস দেশবাসীকে আগাম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, সামনেই আমাদের বাংলা নববর্ষ বরণের দিন বাংলা নববর্ষ আমাদের একটি সার্বজনীন বাঙালি উৎসব প্রতিবছরই আমরা ঘটা করে বাংলা নববর্ষকে বরণ করি করোনার কারণে গত দুই বছর এই উৎসবটি পালন করতে পারিনি বছর রমজান উপলক্ষে বাংলা নববর্ষ আমরা হৈহুল্লোড়ের মধ্যে বরণ করতে পারব না তারপরও বলব ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ইফতার সেহরির মধ্যে যেন বৈশাখের আমেজ থাকে তা আশা করছিঅপু বিশ্বাসকে শুভেচ্ছাদূত হিসেবে বেছে নেওয়ার কারণ জানিয়ে সৌমেন সাহা বলেন, ‘তিনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় স্বনামধন্য একজন নায়িকা আমরা চেয়েছি তিনি আমাদের সঙ্গে যুক্ত হলে আমাদের প্রতিষ্ঠানটি দেশব্যাপী আরও নাম ছড়িয়ে পড়বে সেই ভাবনা থেকে তাকে প্রস্তাব দিলে তিনি যাচাইবাছাই করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পণ্যের মানের ব্যাপারে আমরা বেশ সচেতন কেউ নকল কিংবা নিম্নমানের প্রমাণ করতে পারলে তাকে দ্বিগুণ টাকা দেওয়া হবে

উল্লেখ্য, অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছেশ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেনবাপ্পি চৌধুরী। আর মুক্তির অপেক্ষায় আছে বন্ধন বিশ্বাস পরিচালিতছায়াবৃক্ষ’, সোলাইমান লেবুরপ্রেম প্রীতির বন্ধন’, ডায়েল রহমানেরঈসা খাঁ’, কলকাতায় সুবীর মণ্ডল পরিচালিতশর্টকাটসিনেমাগুলো

 

 

 


Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT