বকেয়া পাওনার দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে ও হাতে থালা নিয়ে বিক্ষোভ করেছেন ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক–কর্মচারীরা। এর আগে তারা একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
দুপুরে ঢাকা–খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক–কর্মচারীরা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক–কর্মচারী–কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি আলী আকবর শেখ। বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সাবেক শ্রমিক নেতা মো. জহুরুল হক, আবুল বাশার বাদশা, মো. সিদ্দিকী আলী খান, মো. রেজাউল হক, মো. ফিরোজ মিয়া, রফিকউদ্দিন শেখ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ফরিদপুর চিনিকলের প্রায় ৩০০ শ্রমিক–কর্মচারী ও কর্মকর্তাদের গ্রাইচু্ইটি, সরকার ঘোষিত জাতীয় মজুরি কমিশন ও বেতন, বকেয়া সহ প্রায় ২৫ কোটি টাকা পাওনা রয়েছে। ৬/৭ বছর আগে অবসর গ্রহণ করলেও বকেয়া পাওনা পাচ্ছি না। বকেয়া পাওনা না পাওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছি।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা–খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে টিঅ্যান্ডটি মোড়ে এসে শেষ হয়।