ফরিদপুরে মেয়ের সফলতার আনন্দ ভাগাভাগি করে নিতে মেয়ের প্রথম মাসের বেতনের একটি অংশ ৪০জন দুঃস্থ্ ও অসহায় পরিবারের মাঝে বিতরন করেছেন এক পিতা । প্রত্যেক পরিবারের মাঝে দেওয়া হয় ৫কেজি চাল, ডাল ১কেজি, লবন ১কেজি, পেয়াজ ১ কেজি, আলু ১ কেজি, তেল ১ লিটার।
রোববার (১০ এপ্রিল) বিকেলে তাদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
ফরিপুরে শহরের গুহ লক্ষিপুর নিবাসী জিল্লুর রহমান রাহাতের বড় মেয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাইসা রাহাত ঐশি সম্প্রতি একটি চাকুরীতে যোগদান করেন। চাকরী জীবনের প্রথম বেতনের একটি অংশ দুঃস্থ্ ও অসহায় পরিবারের মাঝে বিতরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাইসা। আর তার এই আগ্রকে বাস্তবায়ন করতে বাবা জিল্লুর রহমান রাহাত এদিন বিকেলে শহর তলীর ভুবেনশ্বর নদীর পাড়, শিবরামপুর ও ফরিদপুর প্রেসক্লাব চত্বরে দুঃস্থ্দের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় ওরা ১১ জন বন্ধু মহলের সঞ্জিব দাস ও মাহবুব পিয়াল উপস্থিত ছিলেন