অসহায় মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক শামীম হক। আজ ক্যান্সারে আক্রান্ত ডলি বেগমকে আর্থিক সাহায্য প্রদান করেছেন তিনি। পক্ষান্তরে ডলি বেগম ও সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে দোয়া করেছেন শামীম হক এর জন্য। ডলি বেগমের বাড়ী ফরিদপুর শহরের বিলমামুদপুর গ্রামে। স্বামী পরিত্যাক্তা ১২বছরের একটি সন্তান রয়েছে ডলি বেগমের। সন্তানের সমস্ত দায়দায়িত্ব,পড়ালেখা সমস্য কিছুই ডলি বেগম অনেক কষ্ট করে পরিচালনা করে থাকেন। গণমাধ্যমে এই খবর শুনেন শামিম হক। পরবর্তীতে ডলি বেগমকে অফিসে ডেকে নেন শামিম হক, ডলি বেগমের সকল দুঃখের কথা মনোযোগ দিয়ে শুনেন তিনি, এর পরে ডলি বেগম এবং তার সন্তানের সমস্ত খরচের দায়িত্ব নেন শামিম হক এবং চেকের মাধ্যমে ১,২,এবং ৩ বার কেমোথেরাপী দেয়ার জন্য আর্থিক সহযোগিতা করছেন। এব্যাপারে ডলি বেগম জানান অনেক মানুষের দরজায় গিয়েছে দারে দারে ঘুরেছি কেউ আমাকে সাহায্য করেনি ফিরিয়ে দিয়েছে কিন্তু ফরিদপুরের উজ্জ্বল নক্ষত্র, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সহ-সভাপতি, দানবীর, মানুষ মানুষের জন্য টিমের পরিচালক,হোল্যান্ড চিল্ডেন হাউস এর প্রতিষ্ঠাতা অসংখ্য এতিম বাচ্চার অভিভাবক জনাব শামীম হক আমাকে এই বিপদের দিনে সাহায্য করে ফরিদপুরের মানুষকে দেখিয়ে দিয়েছেন কিভাবে অসহায়দের পাশে গিয়ে সাহায্য হাত বাড়িয়ে দিতে হয়। তিনি আরো বলেন শামিম হক এর কাছ থেকে বর্তমান সমাজের মানুষের অনেক কিছু শিক্ষা নেয়া উচিৎ জীবনে যতদিন বেচে থাকবেন শামিম হকের কছে চিরঋণী থাকবেন ডলি বেগম।আগামি দিনে শামিম হকের নেতৃত্বে ফরিদপুর বাসীকে একাত্মবোধ হওয়ার জন্য আহ্বান জানান তিনি।পরিশেষে শামিম হক বলেন গরীবকে সাহায্য সহযোগিতা করা তার নেশা , যখনি কোন গরিব অসহায় মানুষকে দেখেন তখনি তিনি সাহায্যর হাত বাড়িয়ে দেন তিনি। জীবনে যতদিন বেচে থেকবেন ততদিন গরিব,এতিম, অসহায় মানু্ষের পাশে এভাবেই থাকতে চান জননেতা শামিম হক।