ফরিদপুর জেলার গত ২৪ ঘন্টার করনা আপডেট প্রকাশ করেছে সিভিল সার্জনের কার্যালয় । আজ রবিবার এক ই-মেইলের মাধ্যমে তারা জানান এযাবত ফরিদপুর জেলার করোনার সর্বশেষ তথ্য। এ পর্যন্ত মোট আক্রান্ত ২৪৯২৪জন, মোট সুস্থ ২৪৯২০জন, হাসপাতালে ভর্তি ১ জন, মোট মৃত্যু ৫৫৬ জন,মোট রেফাড ২৫জন, বর্তমানে আইসোলেশন এর সংখ্যা ৭০জন,আক্রান্তের হার ২৮,৭৩ শতাংশ। মৃত্যুর হার ২,২৩ শতাংশ। সুস্থতার হার ৯৯ ,৯৪শতাংশ ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের হার ০,০০শতাংশ।