ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক অতুল সরকার এর সভাপতিত্বে মাসিক জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা এ সভা অনুষ্ঠিত হয়। এসময়ে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, সিভিল সার্জন মোঃ সিদ্দিকুর রহমান, ফরিদপুর জেলাধীন সকল নির্বাহী অফিসার ও সকল উপজেলা চেয়ারম্যান সহ ফরিদপুরের সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উক্ত সভায় জেলার গুরুত্বপূর্ণ সকল বিষয় নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হয়। নিয়মিত জেলা আইন শৃঙ্খলা কমিটির সভার মাধ্যমে উক্ত জেলার সার্বিক চিত্র জনপ্রতিনিধিগনের সম্মুখে তুলে ধরা হয়।