ডেস্ক রিপোর্টার
বাহুবলী দিয়ে যেমন সুপারস্টারে পরিণত হয়েছেন দক্ষিণের অভিনেতা প্রভাস। তেমনি ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ দিয়ে তুমুল আলোচিত হন দক্ষিণের আরেক অভিনেতা যশ।
এর আগে অনেক ছবি উপহার দিলেও ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ দিয়ে আকাশচুম্বী খ্যাতি পান যশ।
অ্যাকশনধর্মী সেই সিনেমার ঈর্শ্বণীয় সাফল্যের পর এবার আসছে এর সিকুয়েল ‘কেজিএফ: চ্যাপ্টার টু’।
অনেকদিন ধরেই এটি ভারতের সবচেয়ে আকাঙ্ক্ষিত সিনেমা হিসেবে অবস্থান ধরে রেখেছে। ট্রেলার প্রকাশ হওয়ার পর অবিশ্বাস্য রেকর্ডও গড়েছে সিনেমাটি। ট্রেলারেই সিনেমাটি ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
অনেকের মতে, মুক্তি পেলে সিনেমাটি চলমান সুপারহিট ‘আরআরআর’ -কেও পেছনে ফেলে দিতে পারে।
আর এসব কারণে অনেকেই যশকে তুলনা করছেন বলিউড ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার শাহরুখ ও সালমানের সঙ্গে।
কিন্তু দুই খানের সঙ্গে নিজের তুলনাকে মোটেই পছন্দ নয় যশের। তাই নিজেই মুখ খুললেন এ বিষয়ে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে যশ বলেন, ‘সিনেমা জগতে কোনো কিছুই স্থায়ী নয়। আমি বলতে চাই, তারা (শাহরুখ খান ও সালমান খান) সুপারস্টার এবং তাদের অসম্মান অথবা তাদের সঙ্গে তুলনা ঠিক না। তাদের সবার কাছ থেকে অনুপ্রেরণা নিয়েই আমি অভিনেতা হয়েছি। তারা ইন্ডাস্ট্রির স্তম্ভ। তাদের দেখে দেখেই অভিনয় শিখেছি।’
কন্নড় ভাষার সিনেমা ‘কেজিএফ’ হিন্দি, তামিল, তেলেগু ও মালায়লাম ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হয়েছিল। যা গোটা ভারতে সাড়া ফেলে দেয়।
দ্বিতীয় পর্বটি হিন্দিতে মুক্তি পাবে কি না প্রশ্নে যশ বলেন, ‘এটা সেভাবেই পরিকল্পনা করা হয়েছিল। আমরা পুরো ভারতের দর্শকের জন্য একটি সিনেমা তৈরি করতে চেয়েছিলাম। আমি চাই প্রতিটা সিনেমায় পুরো ভারতের জন্য তৈরি হোক, কোনো হিন্দি অথবা কন্নড় সিনেমা হিসেবে নয়। এস এস রাজামৌলি স্যার এটি শুরু করেছেন এবং আমরা তা অব্যাহত রেখেছি। আশা করছি এরকম আরো সিনেমা তৈরি হবে।’