ডেস্ক রিপোর্টার
দেশের মেধাবীদের নিয়োগে সুপারিশ করে তাদের চাকরির নিশ্চিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।
শুক্রবার পিএসসি’র ‘প্রতিষ্ঠা দিবস’ উপলক্ষে এক সেমিনারে এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পিএসসি চেয়ারম্যানের বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য দক্ষ কর্মী বাহিনী প্রয়োজন। আজকের এই দিনে দেশের সর্বোত্তম মেধাবীদের নিয়োগে সুপারিশ করে জাতির পিতার সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
অনুষ্ঠানে কমিশনের সব কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। বিশেষ অতিথির বক্তব্যে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজম।
তিনি বলেন, পিএসসি’র স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দক্ষ কর্মী বাহিনী নিয়োগে সুপারিশ করায় মানুষের মনে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে সক্ষম হয়েছে। উদ্যোগী মন্ত্রণালয় হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় যে কোনো প্রয়োজনে কমিশনের কাজে সার্বিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেয়।
পিএসসি সদস্য মো. হামিদুল হক ‘বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সম্পর্কিত’ উপস্থাপনা তুলে ধরেন। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন।