ডেস্ক রিপোর্টার
পোর্ট এলিজাবেথ টেস্টে টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ডিন এলগার। ডারবানে সিরিজের প্রথম টেস্টে ২২০ রানে হেরেছে মুমিনুল হকের দল।
পোর্ট এলিজাবেথে আজ শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে সিরিজে সমতায় আনার চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশকে।
সাদমান ইসলামের জায়গায় টেস্ট দলে ফিরেছেন তামিম ইকবাল। প্রথম টেস্টে তাঁর খেলার কথা থাকলেও পেটের পীড়ায় ভোগায় খেলতে পারেননি। এই ম্যাচ দিয়ে দীর্ঘ ১১ মাস পর টেস্ট সংস্করণে ফিরলেন তামিম।
চোট পেয়ে দেশে ফিরে যাওয়া পেসার তাসকিন আহমেদের জায়গায় খেলবেন স্পিনার তাইজুল ইসলাম। অর্থাৎ, দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। দুজন স্পিনার ও দুজন পেসার নিয়ে খেলবে মুমিনুল হকের দল।
পোর্ট এলিজাবেথে সেন্ট জর্জেস পার্কের এই মাঠের উইকেটে ঘাস আছে, তবে ম্যাচ শুরুর আগে ঘাস বেশ খানিকটা ছেঁটে ফেলা হয়েছে। এ মাঠে বাতাসও বেশ বড় ভূমিকা রাখে। প্রায় ৫০ কিলোমিটার গতিতে শুষ্ক বাতাস বয়ে যায়।
এ মাঠে বাতাসে আর্দ্রতা না থাকায় সুইং পেতে কষ্ট হবে পেসারদের। আছে বৃষ্টির সম্ভাবনাও, বিশেষ করে তৃতীয় দিনে বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখা হয়েছে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলী, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ হোসেন ও ইবাদত হোসেন।