বাংলার আকাশ ডেস্ক:-
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ বিকেলে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিকেল সাড়ে পাঁচটায় ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, সাবেক সভাপতি বিপুল ঘোষ , যুগ্ম সাধারণ সম্পাদক ঝরনা হাসান । আরো বক্তব্য রাখেন জেলা ও কোতয়ালী থানা নেতৃবৃন্দ । মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, আওয়ামী লীগকে কখনো ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন না । গঠনতন্ত্রবিরোধী যেকোনো কর্মকাণ্ড কারো জন্যই সুফল বয়ে আনবে না। বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন।