সারা দেশে জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বুধবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় কারাবন্দী হেফাজত নেতাদের আইনি সহায়তা দিতে পাঁচ সদস্যের কমিটি করা হয়।
হেফাজতে ইসলামের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সভা শুরু হয়ে বেলা ২টায় শেষ হয়। হেফাজতের দায়িত্বশীল সূত্র জানায়, সভায় সংগঠনের নেতা-কর্মীদের মুক্তির বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ার বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। পরে এ বিষয়ে সরকারি পর্যায়ে চেষ্টা-তদবিরের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়। কমিটির সদস্যরা হলেন হেফাজতের নায়েবে আমির মিজানুর রহমান চৌধুরী ও মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া, মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস ও প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।