ইন্দোনেশিয়ার বালিতে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগ্রহী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে তাঁর এ আগ্রহের কথা জানিয়েছেন ইন্দোনেশিয়ায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত লুদমিলা ভোরোবিভা।
বিশ্বের বৃহৎ অর্থনীতির ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিয়ে জি–২০ গঠিত। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনে হামলা চালানোর পর রাশিয়াকে আর এ গ্রুপে রাখা হবে কি না, যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্রদেশগুলো তা পর্যালোচনা করে দেখছে। এ আলোচনার সঙ্গে যুক্ত কয়েকটি সূত্র এ কথা জানিয়েছে। তবে এ ক্ষেত্রে চীনকে পাশে পাচ্ছে রাশিয়া।
ইন্দোনেশিয়ার বালিতে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগ্রহী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে তাঁর এ আগ্রহের কথা জানিয়েছেন ইন্দোনেশিয়ায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত লুদমিলা ভোরোবিভা।
বিশ্বের বৃহৎ অর্থনীতির ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিয়ে জি–২০ গঠিত। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনে হামলা চালানোর পর রাশিয়াকে আর এ গ্রুপে রাখা হবে কি না, যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্রদেশগুলো তা পর্যালোচনা করে দেখছে। এ আলোচনার সঙ্গে যুক্ত কয়েকটি সূত্র এ কথা জানিয়েছে। তবে এ ক্ষেত্রে চীনকে পাশে পাচ্ছে রাশিয়া।