1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে ভূমি অফিসের দুর্নীতি ধরলেন শিক্ষার্থীরা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৯৩ Time View

ফরিদপুর সদর উপজেলা ভূমি অফিসে জমির নামজারিতে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ উঠেছে। এ খবর শুনে ছুটে যান শিক্ষার্থীরা। পরে ঊর্ধ্বতন কর্মকর্তা এসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন তারা।

গত মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে এমনই ঘটনা ঘটে শহরের ঝিলটুলীতে সদর ভূমি অফিসের কার্যালয়ে।

শহরের গোলালচামট মোল্লাবাড়ি সড়কের সোহেল শেখের ছেলে রাতুল শেখ অভিযোগ করেন, তিনি তার পৈতৃক সম্পত্তির নামজারির জন্য ১৫ দিন আগে আবেদন করেন। এ বিষয়ে জানতে অফিসে গেলে তিনিসহ কয়েকজনকে ভুক্তভোগীকে বলা হয়, অফিসে স্যার নাই, পরে আসেন। তবে অফিসের সার্ভেয়ার রাইসুল ইসলামের পিয়ন সোহেল জানান, সরকার নির্ধারিত ফি ১১০০ টাকার জায়গায় ১৫০০ টাকা দিলে তিনি কাজ করে দিতে পারবেন। তবে অতিরিক্ত টাকা দিতে রাজি হননি তারা।

এ অবস্থায় মঙ্গলবার সকালে তারা অফিসে যান। এসময় তাদের সঙ্গে শিক্ষার্থীরা ছিলো। তারা সার্ভেয়ার রাইসুলকে ফোন করে ডেকে আনেন এবং অতিরিক্ত টাকা দাবির বিষয়টি জানতে চান। এসময় প্রথমে ওই যুবককে চেনেন না বললেও একপর্যায়ে রাইসুল দাবি করেন, অফিসে লোক কম থাকায় ব্যক্তিগতভাবে বেতন দিয়ে তাদের নানা কাজে লাগান।

খোঁজ নিয়ে জানা গেছে, নিজেকে ভূমি অফিসের পিয়ন দাবিদার সোহেল (২৫) একজন প্রতিবন্ধী। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে। তাকে ব্যবহার করে জনসাধারণকে হয়রানি করা হয়।

ফরিদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবরার নাদিম ইতু বলেন, ছাত্রসমাজের জোর দাবি, সরকারি অফিস-আদালত থেকে সব অনিয়ম ও দুর্নীতির অবসান করতে হবে। বিশেষ করে ফরিদপুরের ভূমি অফিসে দুর্নীতির অনেক অভিযোগ করে আসছিলেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেন বলেন, এ ঘটনায় আমরা একটা লিখিত অভিযোগ পেয়ে জেলা প্রশাসক বরাবর পাঠিয়েছি। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT