পাকিস্তানে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে অংশ না নেওয়ার কথা জানিয়েছে ভারত। নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের কথা বলেছে দেশটি। এর জবাবে ‘হাইব্রিড মডেলে’ এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তবে ভারতের মতো পিসিবির প্রস্তাবের বিরোধিতা করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কাও। সে কারণে এশিয়া কাপ আয়োজনের স্বত্ব হারাতে পারে পাকিস্তান। আর সেটা হলে ভারতের মাটিতে হতে যাওয়া বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান- এমন ঘোষণা আগেই দিয়ে রেখেছে পাকিস্তান।
এবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আবারও একই হুমকি দিয়েছেন পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি।
আসছে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এর পর চলতি বছরই হবে ওয়ানডে বিশ্বকাপও। এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। আর বিশ্বকাপের আয়োজক ভারত। কিন্তু রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে গিয়ে খেলতে রাজি নয় ভারত। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি আগেই বলেছিলেন, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসলে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান।
এ অবস্থায় পিসিবি চেয়ারম্যান একটা সমাধানের পথও বাতলে দিয়েছিলেন। আর সেটা হলো- এশিয়া কাপে ভারত নিজেদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের মতো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে পারে। পিসিবির ভাষায় এটি এশিয়া কাপের ‘হাইব্রিড মডেল’। কিন্তু সেই পথে হয়তো এগোচ্ছে না এশিয়া কাপ।
এই অবস্থায় রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাজাম শেঠি বলেছেন, ভারত চায়, সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হোক। তবে বিসিসিআইয়ের (ভারতীয় ক্রিকেট বোর্ড) উচিত যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া। ভারতের এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যে কারণে আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপ বয়কট করতে হয় এবং ভারতকে চ্যাম্পিয়নস ট্রফি বয়কট করতে হয়। তাতে পরিস্থিতি আরও বাজে হবে।
পিসিবি বস আরও বলেছেন, ভারতেও আমাদের দলের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে। তাই পাকিস্তানকে ঢাকা, আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায় খেলতে দেওয়া হোক। এখন এটাই সমাধান, যতক্ষণ না পর্যন্ত ভারত পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের মাটিতে কিংবা বাইরে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে রাজি হয়।