বাংলার আকাশ ডেস্ক
আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় ১৩ জন সেনা কর্মকর্তাকে আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। বাংলাদেশ জেলের সবুজ প্রিজন ভ্যানে করে সকাল ১০টায় কঠোর নিরাপত্তার মধ্যে তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মামলা ও গ্রেপ্তারকৃত আসামিরা:
টিএফআই (টাস্কফোর্স ফর ইন্টারোগেশন) সেল মামলা: গুম করে রাখার অভিযোগে করা এ মামলায় মোট ১৭ জন আসামি। গ্রেপ্তারকৃত ১০ জন কর্মকর্তাকে আজ ট্রাইব্যুনালে আনা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা: ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে), লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, ও লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।
দায়িত্ব: এঁদের মধ্যে প্রথম সাতজন জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক এবং শেষের তিনজন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পলাতক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ এ মামলার সাত আসামি পলাতক।
জেআইসি (জয়েন্ট ইন্টারোগেশন সেল) মামলা: গুম করে রাখার অভিযোগে করা আরেকটি মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৩ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃত ৩ আসামিকে আজ ট্রাইব্যুনালে আনা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা: প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক ৩ জন পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।
পলাতক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ এ মামলার ১০ আসামি পলাতক।
উল্লেখ্য, এর আগে গত ২২ অক্টোবর গ্রেপ্তারকৃত আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।