বাংলার আকাশ ডেস্ক
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর ফরিদপুর শাখার কোষাধক্ষ্য বিষ্ণুপদ কর্মকারের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ফরিদপুরের নীলটুলি স্বর্ণপট্টিতে অবস্থিত বাজুসের কার্যালয়ে এই সভা আয়োজিত হয়।
সভাপতিত্ব: সংগঠনের সভাপতি নন্দকুমার বড়ালের সভাপতিত্বে শোকসভাটি অনুষ্ঠিত হয়।
সঞ্চালনা: সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামল কর্মকারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সুবোধ চন্দ্র দে, এবং অন্যান্যদের মধ্যে অনিল চন্দ্র কর্মকার, অরুন কুমার দত্ত, অশোক কুমার দত্ত, অভিষেক কর্মকার, দীপক কুমার আঢঢ, উৎপল দত্ত, হরেন কর্মকার, রাধাকান্ত কর্মকার, বাসুদেব কর্মকার, এবং প্রয়াত বিষ্ণুপদ কর্মকারের পুত্র সীমান্ত কর্মকার কৃষ্ণ প্রমুখ।
উপস্থিতি: তাঁর ছোট ছেলে দীপ্ত কর্মকার সহ সংগঠনের অন্যান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

শোকসভায় বক্তারা প্রয়াত বিষ্ণুপদ কর্মকারের জীবন ও কর্ম তুলে ধরে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বক্তারা বলেন, তিনি শুধু একজন ভালো মানুষই ছিলেন না, তিনি ছিলেন একজন দক্ষ সংগঠকও। সকল ধরনের মানুষের সঙ্গে তাঁর চমৎকার সুসম্পর্ক ছিল। তাঁর মৃত্যুতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি, ফরিদপুর জেলা শাখা, একজন যোগ্য ব্যক্তিকে হারিয়েছে। বক্তারা তাঁর আত্মার শান্তি কামনা করেন।
শোকসভার শুরুতে প্রয়াত নেতার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয় এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ ধারণ করা হয়।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে বাজুসের পক্ষ থেকে বিষ্ণুপদ কর্মকারকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।