1. admin@banglarakash.com : admin :
November 15, 2025, 7:39 am
শিরোনাম :
সোহরাওয়ার্দী উদ্যানে শুরু আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন, যোগ দিয়েছেন ৫ দেশের শীর্ষ আলেম-ওলামারা সাউন্ডবাংলা-গ্লোবাল এডুকেশন হাব-সিডনি শিক্ষা সম্মাননা: এসএসসি-এইচএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত শতাধিক শিক্ষার্থী পেল ‘মেধাবীবাংলা’ সম্মাননা বুনো হাতিরা এখন কনটেন্ট ক্রিয়েটরদের কবলে, প্রাণ ও ফসল ঝুঁকিতে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি প্রায় চূড়ান্ত, দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণ ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা, বিজিবি-পুলিশের অবস্থান, সেনাবাহিনীর টহল রাজবাড়ীতে পাটকলের দুই গুদামে আগুন, ব্যাপক ক্ষতির শঙ্কা ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ফরিদপুরে টেকসই উন্নয়ন অভীষ্ট এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত সেনাবাহিনীতে ১৯৮০ সালের হেলিকপ্টার কেনার আয়োজন

সোহরাওয়ার্দী উদ্যানে শুরু আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন, যোগ দিয়েছেন ৫ দেশের শীর্ষ আলেম-ওলামারা

BanglarAkash desk
  • Update Time : Saturday, November 15, 2025,
  • 28 Time View
Spread the love

📢 সোহরাওয়ার্দী উদ্যানে শুরু আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন, যোগ দিয়েছেন ৫ দেশের শীর্ষ আলেম-ওলামারা

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই ধর্মীয় সমাবেশটি চলবে বেলা ২টা পর্যন্ত। এতে বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম-ওলামারা যোগ দিয়েছেন।


🕌 সম্মেলনের আয়োজক ও তত্ত্বাবধান

  • সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ‘-এর উদ্যোগে এই মহাসম্মেলন হচ্ছে।

  • খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এই মহাসম্মেলনের তত্ত্বাবধান করছে।

  • মহাসম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)

  • আগে বিক্ষিপ্তভাবে হলেও এটিই প্রথম আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন

🌍 দেশি-বিদেশি শীর্ষ আলেমদের অংশগ্রহণ

সম্মেলনে দেশ-বিদেশি অনেক আলেম অংশ নিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

দেশ আলেমের নাম ও পরিচিতি
পাকিস্তান মাওলানা ফজলুর রহমান (জাতীয় পরিষদের সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি)
মাওলানা ইলিয়াস গুম্মান (ইসলামি চিন্তাবিদ)
মাওলানা হানিফ জালন্দরি (বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব)
আহমাদ ইউসুফ বিন্নুরি (ইউসুফ বিন্নুরি টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম)
ভারত মুফতি আবুল কাসেম নোমানি (দারুল উলুম দেওবন্দের মুহতামিম)
মাওলানা মাহমুদ মাদানী (জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি)
সৌদি আরব শায়খ আবদুর রউফ মাক্কি (ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্টের নায়েবে আমির)
মিসর শায়খ মুসআব নাবিল ইবরাহিম (আল-আজহার ইউনিভার্সিটির অধ্যাপক)

দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম

দেশের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে থাকছেন:

  • মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী (হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির)

  • সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির)

  • মাওলানা মামুনুল হক (বাংলাদেশ খেলাফত মজলিসের আমির)

  • মাওলানা খলিল আহমাদ কুরাইশী (দারুল উলুম হাটহাজারীর অধ্যক্ষ)

  • মাওলানা মাহমুদুল হাসান (আল হাইয়াতুল উলিয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান)

  • মুফতি মুহাম্মদ আবদুল মালেক (বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব)

🚨 নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থা

  • সম্মেলনে অংশ নিতে সারা দেশ থেকে মুসল্লিরা যোগ দিয়েছেন।

  • এই সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

  • সড়কে শৃঙ্খলা রক্ষায় রয়েছে ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ‘-এর ভলান্টিয়ার দল।

  • সম্মেলনে বিএনপি ও জামায়াতে ইসলামীর পাশাপাশি ইসলামপন্থী দলগুলোর নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

  • মহাসম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)।

Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT