আজ বুধবার সকালে বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। গতকাল মঙ্গলবারও এ সময় রাজধানীর অবস্থান এই ছিল। আজ সকাল সাড়ে আটটার দিকে আইকিউএয়ারের ঢাকার গড় বায়ুমান ১৭০। এই মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। আজ রাজধানীল মোট পাঁচ স্থানে বায়ু অনেক বেশি দূষিত।
বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সেই সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
বায়ুদূষণে আজ শীর্ষে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ৪১০। দ্বিতীয় স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২৩৫। চীনের বেজিং আছে তৃতীয় স্থানে, স্কোর ২০৬।
নগরীর পাঁচ এলাকায় দূষণ বেশি
নগরীর পাঁচ এলাকায় দূষণ পরিস্থিতি বেশ খারাপ। এসব এলাকার মধ্যে শীর্ষে আছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি, স্কোর ১৭৭। এই মানকে খুব অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। অন্য চার এলাকা হলো বে’জ এজ ওয়াটার (১৭৬), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৭০), দক্ষিণ পল্লবী (১৬৬) এবং গোরান (১৬৩)।