বাংলার আকাশ ডেস্ক
ফরিদপুরের কানাইপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে জাহিদ (৩৪) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। কানাইপুর বিসিক শিল্প নগরীতে অবস্থিত মেসার্স নিপা প্লাস্টিক কারখানার তার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তি মারা যান।
রবিবার সকালে নিপা প্লাস্টিক কারখানার সত্বাধিকারী সিরাজ শেখ তার কারখানার পাশের ড্রেনে লাশটি দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি কোতোয়ালি থানা পুলিশ ও বিদ্যুৎ বিভাগকে বিষয়টি জানান।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।