বাংলার আকাশ ডেস্ক
লালদিয়া ও পানগাঁও বন্দরের ইজারা চুক্তি বাতিল এবং চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার অপচেষ্টার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে স্থানীয় জনতা ব্যাংকের মোড়ে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক-এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সমন্বয়ক কমরেড আব্দুল কাদের আজাদ, বাসদ ফরিদপুর অঞ্চল কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, সিপিবির সাবেক সভাপতি আজাদ আবুল কালাম এবং কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন। সভাটি পরিচালনা করেন কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অরুন কুমার শীল।
প্রতিবাদ সভায় বক্তারা চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার কঠোর সমালোচনা করেন। তারা বলেন, এই কোম্পানি বিদেশিদের হাতে তুলে দেওয়া হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে এবং দেশের মানুষের জীবনযাত্রা আরও কষ্টকর হয়ে পড়বে। বক্তারা স্পষ্ট জানান, “আমরা কোনোভাবেই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেব না। আমাদের বন্দর আমরাই পরিচালনা করব।”
এছাড়া, বক্তারা দেশে চলমান অর্থনৈতিক বৈষম্য নিয়েও কথা বলেন। তারা উল্লেখ করেন, “গত ১৫ মাসে দেশে বৈষম্য কমেনি, বরং আরও বেড়েছে। দিন দিন মানুষ হতাশার মধ্যে রয়েছে। সরকার পরিবর্তন হয়, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না।” বক্তারা ঘোষণা করেন, তাঁরা যেকোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখবেন এবং আগামী দিনে সকল গণতান্ত্রিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।