1. admin@banglarakash.com : admin :
November 1, 2025, 9:39 am
শিরোনাম :
ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে গৃহবধুর কানের দুল ছিনতাই শীর্ষক চাঞ্চল্যকর ঘটনার প্রধান ও ডাকাতি-খুন-চুরি-মাদকসহ মোট ০৮টি মামলার আসামি মোঃ শরিফুল ইসলাম @ডন শরীফ(৩৮)` এবং তার সহযোগী মোঃ রায়হান মোল্লা(২৫)` কে মাদকদ্রব্য সহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১০ এক কেজি আলু বিক্রি করে কৃষকের হাতে থাকছে মাত্র ৬৮ পয়সা যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশে আতঙ্ক-উত্তেজনা, ট্রাম্প আসলে কী চান পরিচালকদের কাজের বছরভিত্তিক মূল্যায়ন করা হবে শেষে এসে ‘বিপদে’ ওয়াসা বার্তাকক্ষের নেতা হয়ে ওঠার প্রশিক্ষণ পেলেন সাংবাদিকতার ২০ ছাত্রী বেনাপোল দিয়ে আবার পণ্য আমদানি বেড়েছে, ২৪ ঘণ্টা খোলা বন্দর আবারও ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প রাজধানীর এই পাঁচ এলাকায় আজ বায়ুদূষণ বেশি ভারতীয় জেলেদের ইলিশ ধরার বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে: মৎস্য উপদেষ্টা

ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে গৃহবধুর কানের দুল ছিনতাই শীর্ষক চাঞ্চল্যকর ঘটনার প্রধান ও ডাকাতি-খুন-চুরি-মাদকসহ মোট ০৮টি মামলার আসামি মোঃ শরিফুল ইসলাম @ডন শরীফ(৩৮)` এবং তার সহযোগী মোঃ রায়হান মোল্লা(২৫)` কে মাদকদ্রব্য সহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১০

BanglarAkash desk
  • Update Time : Saturday, November 1, 2025,
  • 19 Time View
Spread the love

স্মারক- র‍্যাব-১০/মিডিয়া সেল/৫১১/২৫

তারিখ- ০১/১১/২০২৫ খ্রি.

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাস, হত্যা, মাদক, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি ও সঙ্ঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিরলস অভিযান পরিচালনার মাধ্যমে র‍্যাব ইতোমধ্যে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। অপরাধ দমনে র‍্যাবের অব্যাহত তৎপরতা দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প এর একটি চৌকস আভিধানিক দল ফরিদপুর জেলার উত্তর শোভারামপুর এলাকায় পিস্তল ঠেকিয়ে এক গৃহবধুর কানের দুল ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করে মূল আসামি মোঃ শরিফুল ইসলাম @ ডন শরীফ(৩৮) ও তার সহযোগি মোঃ রায়হান মোল্লা(২৫), কে ১.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গত ২১/১০/২০২৫ তারিখ ভোর আনুমানিক ছয় ঘটিকার সময়, ফরিদপুর শহরের উত্তর শোভারামপুর এলাকায় গৃহবধূ মঞ্জ রানী দাস(৩৫) এর ওপর অস্ত্রধারী দুই ছিনতাইকারী মোটরসাইকেলে এসে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনিয়ে নেয়। ঘটনাটির ভিডিও চিত্র সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এতে স্থানীয়দের মধ্যে চরম উদ্যোগ ও আতঙ্ক সৃষ্টি হয়। বর্ণিত বিষয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মামলা নং- ৬৫, তারিখ- ২২/১০/২০২৫ খ্রি., ধারা- ৩৯২ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়।

এ ঘটনার পরপরই র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল, ছায়াতদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে আভিযানিক দলটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তিগত নজরদারি এবং সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্য যাচাই করে আসামিদের সনাক্ত করতে সক্ষম হয়। র‍্যাব-১০ এর দল গতকাল ৩১/১০/২০২৫ তারিখে ফরিদপুরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে এবং সন্ধ্যা অনুমান ১৭.৫০ ঘটিকার সময় ফরিদপুর জেলার সালথা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মূল আসামি মোঃ শরিফুল ইসলাম @ডন শরিফ (৩৮), পিতা- মৃত আলী ফারুক @ফারুক শেখ ও তার সহযোগী মোঃ রায়হান মোল্লা(২৫), পিতা- মোঃ আলতাফ মোল্লা, ও উভয় সাং- কবিরপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর ‘কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত খেলনা পিস্তল, সুইচ গিয়ার, ক্ষুর, কেচি, পাবনা জেলা হতে চুরিকৃত মোটরসাইকেল এবং মাদকদ্রব্য ১.৫ কেজি গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষে আসামিদ্বয়কে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে ফরিদপুর শহর ও আশপাশ এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মহিলাদের কাছ থেকে সর্নালঙ্কার, চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে আসছিল। তারা সাধারণত ভোরবেলা বা রাতের শেষ প্রহরে পথচারীদের টার্গেট করে দ্রুত মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করতো, যাতে সনাক্ত করা না যায়। এছাড়াও তারা স্থানীয়ভাবে মাদক ক্রয়-বিক্রয়ের সাথে সম্পৃক্ত ছিল বলে র‍্যাব জানতে পারে।

গ্রেফতারকৃত মূল আসামি মোঃ শরিফুল ইসলাম @ডন শরীফ (৩৮) এর বিরুদ্ধে ডাকাতি, খুন, চুরি ও মাদকের মামলাসহ মোট ১০ টি মামলা রয়েছে। উল্লেখ্য যে, গত ১৭/০২/২০১৮ তারিখে ফরিদপুরের ঝিলটুলী এলাকায় সংঘটিত স্টাফ নার্স অরুনিমা ভৌমিক হত্যা মামলায় প্রধান আসামি মোঃ শরিফুল ইসলাম (৩৮)-কে গ্রেফতার করে পুলিশ। অরুনিমা ভৌমিকের ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন ছিনতাইয়ের সময় হামলার শিকার হয়ে তিনি মর্মান্তিকভাবে নিহত হন। আসামি মোঃ শরিফুল ইসলাম @ডন শরিফ (৩৮) গত ০৬/০৮/২০২৫ তারিখে ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল ক্রয়ের ইচ্ছা প্রকাশ করে। এই প্রেক্ষিতে ভিকটিম মোঃ ইমরান হোসেন (২১) মোটরসাইকেলটি দেখানোর জন্য আসামির সঙ্গে পাবনার এডওয়ার্ড কলেজে যোগাযোগ করেন। পরবর্তীতে আসামি ট্রায়াল দেওয়ার কথা বলে ভিকটিমের কাছ থেকে মোটরসাইকেলটি নিয়ে দ্রুত গতিতে চালিয়ে ঘটনারস্থল থেকে পালিয়ে যায় এবং উক্ত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

র‍্যাব দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস, ছিনতাই, মাদক, অবৈধ অস্ত্র ও সংগঠিত অপরাধ দমনে বদ্ধপরিকর। জনগণের সহযোগিতা ও তথ্য প্রদানই র‍্যাবের কার্যক্রমকে আরো গতিশীল করেছে। র‍্যাব বিশ্বাস করে_”জনগণের নিরাপত্তাই র‍্যাবের অঙ্গীকার”।

মোহাম্মদ কামরুজ্জামান,পিপিএম
এ্যাডিশনাল ডিআইজি
অধিনায়ক (পরিচালক)
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- ১০
কেরানীগঞ্জ, ঢাকা।


Spread the love

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT