পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি, ৩১ জুলাই: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে অবস্থিত কামচাটকা উপদ্বীপ যেন প্রকৃতির রোষানলের শিকার। সম্প্রতি ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার ভয়াবহ অগ্ন্যুৎপাতে কেঁপে উঠেছে এই অঞ্চলের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি ক্ল্যুচেভস্কয়। বুধবার প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পরপরই এই আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠে, যা ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদেরও হতবাক করে দিয়েছে।
রাশিয়ান অ্যাকাডেমি অব সায়েন্সের ইউনাইটেড জিওফিজিক্যাল সার্ভিস এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পের পরপরই ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরিটি পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ৪৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত এবং এটি পূর্ব রাশিয়ার এক বিস্তীর্ণ আগ্নেয়গিরি অঞ্চলের অংশ। এর আগেও এই আগ্নেয়গিরিতে একাধিকবার অগ্ন্যুৎপাত ঘটেছে, তবে ভূমিকম্পের সঙ্গে এমন প্রত্যক্ষ সংযোগ স্থাপন একটি বিরল ঘটনা বলে মন্তব্য করেছেন ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা।