পিরোজপুরের কাউখালীর কচা নদীর ওপর বাংলাদেশ-চীন মৈত্রীর বেকুটিয়া সেতুর বিদ্যুৎ সংযোগের তার চুরি হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে সেতুর বেকুটিয়া অংশে মাটির ভেতর দিয়ে নিয়ে যাওয়া বিদ্যুৎ সংযোগের ৪০০ মিটার তার চুরি হয়। এতে সেতু ও এর দুই পাশের অ্যাপ্রোচ সড়ক রাতে আলোহীন থাকায় পারাপারে নিরাপত্তার ঝুঁকি দেখা দিয়েছে। কতদিনে সেতুর বিদ্যুৎ লাইন মেরামত করা সম্ভব হবে তাও নিশ্চিত করতে পারেননি কেউ। পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে কচানদীর বেকুটিয়া সেতুর কাউখালী অংশের বৈদ্যুতিক লাইনের ৪০০ মিটার তার কেটে নিয়ে যায় চোর। এতে শুক্রবার দিবাগত রাত থেকে সেতু ও দুই পাশের অ্যাপ্রোচ সড়কে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সেতুটি আলোহীন হয়ে পড়ায় রাতে চলাচলে নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে। পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. রাজু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার মধ্যরাতে সেতুটি আলোহীন হয়ে পড়ে। সড়ক বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন ফোর টেন আরএম মানের ৪০০ মিটার বৈদ্যুতিক তার কেটে নিয়ে যাওয়া হয়েছে। ফলে সেতু ও এর দুই পারের অ্যাপ্রোচ সড়ক রাতে অন্ধকারাচ্ছান্ন হয়ে পড়ে। রাজু আহম্মেদ আরো বলেন, ‘বাংলাদেশ-চীন মৈত্রীর বেকুটিয়া সেতুটি চীনা কম্পানি নির্মাণ করে। বিদ্যুৎ লাইনের তার থেকে সব যন্ত্রাংশ চীনের তৈরি। উন্নতমানের বৈদ্যুতিক তার চীন থেকে আনা হয়েছে। সেতুতে বিদ্যুৎ সংযোগে বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। কেননা চীনের ওই উন্নতমানের তার দেশের স্থানীয় বাজারে পাওয়া না। এ ঘটনায় পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে কাউখালী থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সজল মোল্লা বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগ থেকে সেতুর বিদ্যুৎ সরবরাহ লাইনের তার চুরির বিষয়টি জানানো হয়েছে।
রাতে আলোহীন সেতুর নিরাপত্তার বিষয়ে টহল পুলিশের ব্যবস্থা জোরদার করা হবে।